ওয়েব ডেস্ক: ১৭ হাজার কোটি টাকা ঋণ প্রতারণা মামলায় অনিল আম্বানিকে (Anil Ambani) তলব ইডির (Enforcement Directorate)। শুক্রবার সকালে নোটিস পাঠানো হয় রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরকে। ডেকে পাঠানো হয় জিজ্ঞেসাবাদের জন্য। ৫ আগস্ট ইডি-র সদর দফতরে আম্বানিকে হাজিরা দিতে বলা হয়েছে।
সূত্রের খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনসকে ‘প্রতারক’ হিসেবে ঘোষণা করার পরেই এই পদক্ষেপ নেয় ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে এবং সেই অর্থ ব্যবহৃত হয়েছে অনৈতিক কাজে।
আরও পড়ুন: ৫৮৯২টি মামলায় ইডি সাজা দিয়েছে মাত্র ১৫ জনকে
ইতিমধ্যে মুম্বই ও দিল্লিতে অনিল আম্বানি সংযুক্ত একাধিক সংস্থার অফিস ও আবাসনে ৩৫টিরও বেশি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই তল্লাশি তাদের কাজকর্ম বা আর্থিক ব্যবস্থায় কোনো প্রভাব ফেলেনি।
এদিকে, ইডি-র তদন্তে উঠে এসেছে একটি ভুয়া ব্যাঙ্ক গ্যারান্টির চক্রের কথা, যার মূল্য প্রায় ৬৮.২ কোটি টাকা। এই গ্যারান্টি সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার (SECI) কাছে জমা দেওয়া হলেও, তা আদতে ছিল ভুয়া।
ইডি-র এই পদক্ষেপের ফলে অনিল আম্বানির বিভিন্ন সংস্থার শেয়ারমূল্যেও পতন দেখা দিয়েছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও, ইডি সূত্রে জানা গেছে, আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে ভবিষ্যতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। এই ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। কংগ্রেসের দাবি, বছর কয়েক আগে রাহুল গান্ধীর করা অভিযোগ আজ সত্যি প্রমাণিত হচ্ছে।
দেখুন আরও খবর: