ওয়েবডেস্ক- ডাউন ইছামতী লোকাল ট্রেনের (Down Ichamati local train) ধাক্কায় বৃদ্ধের মৃত্যুকে উত্তেজনা ছড়াল। ঘটনায় কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। হাসনাবাদ শিয়ালদা ডাউন লোকাল উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) বসিরহাট মহকুমার (Bashirhat) বসিরহাট চাঁপাপুকুর স্টেশনের ঘটনা। মৃতের নাম এর ইমাদুল গাজী (৭০), কলকাতায় চিকিৎসার জন্য ট্রেন ধরতে চাঁপাপুকুর স্টেশনে (Chapapukur Station) গিয়েছিলেন। ওই এলাকায় রেললাইন সংলগ্ন রাস্তা বেহাল ভগ্না দশার কারণে রেললাইনের পাশ থেকে যাচ্ছিলেন। পাকাপুকুর প্লাটফর্মে ওঠার মুখে শিয়ালদহগামী লোকাল ট্রেন ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের। যাত্রীরা চিৎকার করলেও শেষ রক্ষা করতে পারেননি চালক।
আরও পড়ুন- পর পর ধারালো অস্ত্রের কোপ, কোন্নগরে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত সদস্যের
এই ঘটনায় স্টেশন চত্বরে প্রতিবাদ বিক্ষোভে নামেন যাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি স্টেশনে আসার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সেই কারণে আজ ইমাদুলের সঙ্গে এই ঘটনা ঘটল। এর দায় নেবে কে? ইমাদুল তিনি অসুস্থ ছিলেন, কলকাতার উদ্দেশ্যে চিকিৎসার জন্য ডাউন শিয়ালদা লোকাল ধরে যাওয়ার চেষ্টা করছিল প্লাটফর্মে উঠতেই ধাক্কা মারে। বৃদ্ধের মর্মান্তিক মৃত্যুতে প্রশাসনের দিকে গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা।
এই ঘটনার তদন্তে বসিরহাটের জিআরপি ঘটনাস্থলে আসে মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত রেল মর্গে পাঠানো হয়েছে।
দেখুন আরও খবর-