ওয়েবডেস্ক- ভোটার তালিকা (Voter List) সংশোধন (Voter List Correction) নিয়ে এবার জোর টক্কর নির্বাচন কমিশন (Election Commission) বনাম রাজনৈতিক দলগুলির (Political Party) । কোনও যুক্তিতে ভোটার তালিকায় থাকবে মৃত ও বিদেশিরা? তোপ দাগলেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার (Chief Election Commissioner Ganesh Kumar) ।
আসন্ন বিহার ভোটের আগেই কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার রুখতে এসআইআর বা নিবিড় পর্যবেক্ষণ শুরু হয়েছে। বিহারে বাদ যেতে পারে ৫৬ লক্ষ ভোটারের নাম। গণেশ কুমারের স্পষ্ট জবাব মৃত ভোটার, অন্য রাজ্যে চলে যাওয়া মানুষ, আর একই ব্যক্তির একাধিক ঠিকানায় থাকা, এই তিন কারণেই ছাঁটাই চলছে। কোন যুক্তিতে তাদের ভোটার তালিকায় রাখা হবে?
বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলির সমালোচনার মুখে নির্বাচন কমিশন। এবার এই সুর চড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার।
আরও পড়ুন- ৫৬ লক্ষ নাম বাদ পড়তে পারে বিহারের ভোটার তালিকা থেকে!
মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন তোলেন, কমিশন মৃত ব্যক্তি, যারা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছে, অথবা একাধিকস্থানে নিজেদের নাম ভোটার তালিকায় রেজিস্টার করে রেখেছে তাদের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে? বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিরোধীদের চাপের মুখে এমনভাবেই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার।
তাঁর পাল্টা যুক্তি নির্বাচন কমিশন কী একটি বিশুদ্ধ ভোটার তালিকার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এবং শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি প্রস্তুত করার অধিকার রাখে না? এদিকে এসআইআর নিয়ে বিরোধী দলগুলির দাবি, এই পদক্ষেপ কোটি কোটি যোগ্য নাগরিকের ভোটাধিকার বঞ্চিত করবে।
গণেশ কুমার আরও জানান, প্রথমে বিহার দিয়ে শুরু হয়েছে, পরে অন্য রাজ্যগুলি থেকে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া হবে।
গণেশ কুমারের আহ্বান, আপনারা যে প্রশ্নগুলি করছেন রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে একবার ভেবে দেখবেন। একদিন না একদিন আমাদের সকলের কথা, ভারতের সকল নাগরিকের কথা আপনাদের ভাবতে হবে।
উল্লেখ্য, বিহারে নিবিড় পর্যবেক্ষণ বা এসআইআর কর্মসূচি চলছে। SIR পরিদর্শনে নির্বাচনী কর্মকর্তারা দেখেছেন, এখনও পর্যন্ত ৫২ লক্ষের বেশি ভোটার তাদের ঠিকানায় উপস্থিত নেই, আরও ১৮ লক্ষেরও বেশি মারা গেছেন। কমিশনের হিসাব অনুসারে, বিহারে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিশেষ সমীক্ষায় প্রতিটি বিধানসভা কেন্দ্র পিছু গড়ে ২৩ হাজার নাম বাদ পড়তে পারে।
দেখুন আরও খবর-