ওয়েব ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে কমিশনকে আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার বিরোধী দলের নেতার অভিযোগের জবাব দিল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার রাহুলের পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে সমালোচনা করে কমিশন কটাক্ষ করে বলেছে, ২০২৪ সালের নির্বাচনের সময় ভোটার তালিকার ভুল নিয়ে এখন অভিযোগ করা হচ্ছে। আরও বলা হয়েছে, এ নিয়ে অভিযোগের জন্য রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু তারা অভিযোগ জানায়নি। সেই সময় অভিযোগ যদি সত্যি হতো তাহলে তা নিয়ে ব্যবস্থা নেওয়া যেত বলে জানানো হয়েছে।
কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু রাজনৈতিক দল ভোটার তালিকায় ভুল নিয়ে প্রশ্ন তুলেছেন। এর মধ্যে আগের তালিকাগুলিও রয়েছে। তবে কমিশনের (Election Commission) দাবি, ভোটার তালিকাগুলি রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়। যাতে রাজনৈতিক দলগুলি সঠিক সময়ে তালিকায় কোনও ভুল থাকলে তা সংশোধনের জন্য আবেদন করতে পারে। সেই তালিকা কমিশনের ওয়েবসাইটেও থাকে বলে জানানো হয়।
আরও খবর : শ্রমিককে সকলের সামনেই পিষে দিল গাড়ি, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
কমিশন ব্যাখ্যা করে বলেছে, ভোটার তালিকা প্রস্তুত করে থাকেন নির্বাচনী আধিকারিকরা। তাতে তাঁদেরকে সাহায্য করেন বুথ স্তরের অফিসার বা বিএলও-রা। তাদেরই কাছেই তালিকা সঠিক করার দায়িত্ব থাকে। প্রসঙ্গত, রবিবার দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক বৈঠক করতে চলেছে কনিশন। কিন্তু তার আগেই বিবৃতি দিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের জবাব দিল কমিশন।
সম্প্রতি, কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি অভিযোগ করে বলেছিলেন, ২০২৪ সালে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও কর্ণাটকে ভুয়ো ভোটার যোগ করা হয়েছিল। তিনি দাবি করেছিলেন, একলক্ষের বেশি জাল ভোট পড়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। এর ফলে বেশ কয়েকটি আসনে কংগ্রেস হেরে যায় বলে জানিয়েছিলেন তিনি। কংগ্রেস সাংসদের সেই অভিযোগের জবাব দিল কমিশন।
দেখুন অন্য খবর :