ওয়েব ডেস্ক: গাড়িপ্রেমীদের অপেক্ষার অবসান। সোমবার গ্লোবাল ইলেকট্রিক ভেহিকল জায়েন্ট টেসলা লঞ্চ হল ভারতে (Tesla India Opens Today)। ইলন মাস্কের (Elon Mask) সংস্থা পরিকল্পনা মাফিক তাঁদের অত্যাধুনিক নতুন মডেল, টেসলা মডেল Y RWD এবার মিলবে ভারতেও (Tesla Model Y launched)।
ভারতের জন্য দু’টি অত্যাধুনিক মডেল এনেছে ইলন মাস্কের সংস্থা টেসলা। Model Y Rear-Wheel Drive (RWD) এবং Model Y Long Range RWD। ভারতে টেসলার মডেলের দাম শুরু ৬০ লক্ষ টাকা থেকে।
আরও পড়ুন: ৬ বছরে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি! এবার চাঙ্গা হবে দেশের অর্থনীতি?
#WATCH | Mumbai | Maharashtra CM Devendra Fadnavis arrives at the soon-to-be inaugurated first Tesla showroom in India, at Bandra Kurla Complex pic.twitter.com/ia8T8HLga0
— ANI (@ANI) July 15, 2025
মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে টেসলার শোরুম উদ্বোধন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ। এদিন তিনি বলেন, ‘মুম্বইতে প্রথম স্টোরের উদ্বোধন মানে সঠিক শহরে এসে পৌঁছেছে টেসলা। মুম্বই ইনোভেশন-এর প্রতীক। আর টেসলাও শুধু একটা গাড়ি কোম্পানি নয়, গাড়ির প্রযুক্তিতে বিপ্লব এনেছে এই সংস্থা।’
দেখুন আরও খবর: