skip to content
Friday, June 28, 2024

skip to content
HomeScrollEngvsInd: চাপে ইংল্যান্ড, ২৪৫ রানে এগিয়ে ভারত

EngvsInd: চাপে ইংল্যান্ড, ২৪৫ রানে এগিয়ে ভারত

Follow Us :

শুক্রবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনের শুরুতে দ্বিতীয় বলেই আউট কেএল রাহুল! সঙ্গে সঙ্গে ভারতের বড় রানের লক্ষ্যে বেজায় ধাক্কা। আগের দিনের অপরাজিত সেঞ্চুরি করা দিনের নায়ক রাহুল সেই ১২৭ রানেই আউট। পরের উইকেট ৫ বল পরেই চলে যায়। সহ অধিনায়ক রাহানে আউট (১ রানেই)। মনে হচ্ছিল, ৩৫০ রানের গন্ডি টপকে যেতে পারবে না। কিন্তু সেই রবীন্দ্র জাদেজা (৪০) এবং ঋষভ পন্থ (৩৭ রান)। ষষ্ঠ উইকেটে ৪৯ রান যোগ হয়ে যায়। আর ভারত থামে ৩৬৪ রানে। শেষ ব্যাটসম্যান হয়ে আউট হয়ে ফেরেন জাদেজা। এরপর, দিনের শেষে ইংল্যান্ড ৩ উইকেট খুইয়ে ১১৯ রানে লড়ছে। আর ভারত চাপ ধরে রেখে এখনও ২৪৫ রানে এগিয়ে।

এই দুটি দিনে ব্যাট হাতে গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন কেএল রাহুল। বল হাতে অ্যান্ডারসন দাপট দেখানোর পর, দিনের শেষে সিরাজ জোশ দেখিয়েছেন। তাঁর এক দুর্দান্ত স্পেলের জন্যই দ্বিতীয় দিনের শেষে স্বস্তিতে ভারত। টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি লর্ডসে করে রাখলেন কেএল রাহুল। শুক্রবার রবিনসনের ডেলিভারিতে ক্যাচ তুলে শুরুতেই ফেরেন প্যাভিলিয়নে রাহুল।
আরও পড়ুন: BCCI: জুনিয়র জাতীয় নির্বাচক হচ্ছেন বাংলার রণদেব বোস

চলতি সিরিজ যেন নতুন করে টেস্টে জাদেজাকে আবিষ্কার করে ফেললেন রবি – বিরাট। প্রথম টেস্টের পর এবারও তিনি ব্যাট হাতে ভরসা দিলেন দলকে । ৪০ রান করে দলকে ৩৫০-র গণ্ডি টপকে দেন। তবে প্রথম দিনের দাপটটা ধরে রাখতে পারেন নি বিরাট বাহিনী।

ইংল্যান্ড শুরু করতে নেমে অস্বস্তিতে। টপ অর্ডারে ধস নামালেন সিরাজ ও শামি। বার্নস, সিবলি ও হামিদকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে ইংল্যান্ডকে রীতিমতো চাপে ফেলে দিয়েছেন তাঁরা । তবে এমন অবস্থা থেকেও দলকে টেনে তোলার ক্ষমতা রাখেন এমন দুই ব্যাটসম্যান দিনের শেষে ক্রিজে-বেয়ারস্টো ও জো রুট।

৩৯ বছরের অ্যান্ডারসন বিপক্ষের আতঙ্ক:

লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের শুরুটা হয়েছিল বেশ পছন্দসই। শুরুতে ১২৬ রানের জুটি উপহার দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা আর লোকেশ রাহুল। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই বল হাতে ঝলসে উঠলেন জেমস অ্যান্ডারসন। চল্লিশ ছুঁইছুঁই বয়সে তিনি শিকার করলেন ভারতের ৫ টি উইকেট। ভারত গুটিয়ে গেল ৩৬৪ রানে। প্রথম দিনের স্কোরের সঙ্গে যোগ হয় – ৮৮ রান হয়। খুইয়েছে ৭ উইকেট।

টস হেরে ব্যাটিং করতে নামা প্রতিকূল পরিবেশে ভারতের শুরুটা দেখে মনে হচ্ছিল বড় রানের ইনিংস হবে । বিপক্ষ শিবিরে এমনিতেই ছোট – আঘাতে ছিটকে গেছেন স্টুয়ার্ট ব্রড। অ্যান্ডারসনের কাঁধেই তাই পেস আক্রমণের নেতৃত্বভার চেপে বসে। টেস্টের প্রথমদিন ১৪৫ বলে ৮৩ রান করা রোহিত শর্মাকে বোল্ড করেন অ্যান্ডারসন। সেই উইকেট শিকার করা শুরু করেছিলেন জিমি। এরপর একে একে ফিরিয়েছেন চেতেশ্বর পুজারা(৯), আজিঙ্কা রাহানে(১), ইশান্ত শর্মা(৮)ও জসপ্রিত বুমরাহকে (০)। এই বয়সেও ২৯ ওভার বল করে ৭ মেডেন নিলেন। রান দিয়েছেন মাত্র ৬২। ইকনোমি রেট: ২.১৩! আর ঝুলিতে-৫ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন ওলি রবিনসন এবং মার্ক উড। দলে সুযোগ পাওয়া মঈন আলি ১৮ ওভারে ৫৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ভারতের হয়ে ৬ জন ব্যাটসম্যান দুই অঙ্কের রানই ছুঁতে পারেনি।

ছবি: সৌ – টুইটার।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Rahul Gandhi | স্পিকার ওম বিড়লাকে কী কথা বললেন রাহুল গান্ধী?
03:31:46
Video thumbnail
Mamata Banerjee | পুলিশ-পুরসভাকে কড়া বার্তা, কী কী বললেন?
01:00:15
Video thumbnail
Mamata Banerjee | রাজ্যপালের কাছে যেতে ভয় পাচ্ছে মেয়েরা! এ কী বললেন মমতা?
01:26:41
Video thumbnail
Mamata Banerjee | মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ইনসপেকশন কাদের নির্দেশ? কী কী নির্দেশ?
34:06
Video thumbnail
Mamata Banerjee | ১টা রাস্তা ৫ বছর চলে না কেন? প্রবল ক্ষুব্ধ মমতা
26:01
Video thumbnail
Mamata Banerjee | রাস্তায় আবর্জনা ফেলা যাবে না আর কী কী বললেন মমতা?
36:06
Video thumbnail
Mamata Banerjee | জবরদখল দেখলে গ্রেফতার কাউকে ছাড় নয়
24:16
Video thumbnail
Mamata Banerjee | মন্ত্রীদের কী কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
02:16:51
Video thumbnail
Mamata Banerjee | হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়, বললেন মমতা
22:05
Video thumbnail
Mamata Banerjee | নেতাদের কথায় ক্রস চেক হবে না বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর
31:51