ওয়েব ডেস্ক : ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP)। তবে সেই দিনে হতে চলেছে বিকম (B. Com) ও এলএলবি (LLB)-র পরীক্ষা। নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya )। এর পিছনে ষড়ষন্ত্র রয়েছে বলে সন্দেহ করছেন তিনি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২৮ আগস্ট বিকম (B. Com) ফোর ও বিএ(LLB) এলএলবি সেমেস্টার ফোরের পরীক্ষা নেওয়া হবে। তবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা ফেলায় ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তবে পরীক্ষা দিন যে বদল করা হবে না, তা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে।
রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য (Trinankur Bhattacharya) সমাজমাধ্যমে জানিয়েছেন, “গণতান্ত্রিক পরিকাঠামোয় যেকোনো ব্যক্তি নিজের ইচ্ছেমতো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে — এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেই অনুযায়ী, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে।” তিনি আরও বলেছেন, “আগামী ২৮ আগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে B.Com সেমিস্টার ৪ এবং B.A.LLB সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা — এটি কোনো সাধারণ একাডেমিক সিদ্ধান্ত নয়। এটি স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।”
আরও খবর : জলযন্ত্রণায় ভুগছে শহর, নদীতে পরিণত একাধিক রাস্তা!
এই সিদ্ধান্ত কেবল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সমর্থক ছাত্রছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয় বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত জানিয়েছেন, রাজনৈতিক দিন দেখে পরীক্ষা ফেলা সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকারি ছুটির দিন কোনও পরীক্ষা রাখে না।
দেখুন অন্য খবর :