ওয়েব ডেস্ক : বেঙ্গালুরুর (Bengaluru) বাস স্ট্যান্ড থেকে উদ্ধার হল ৬টি জেলেটিন স্টিক ও একাধিক ডিটোনেটর। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর অন্যতম ব্যস্ত এলাকা কালাসিপাল্য বাস স্ট্যান্ড থেকে বিস্ফোরকগুলি (Explosive) উদ্ধার হয়। বিস্ফোরকগুলি টয়লেটের পাশে একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল বলে খবর। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই বিস্ফোরক গুলিকে বহনযোগ্য একটি প্লাস্টিক ব্যাগে রাখা হয়েছিল। ঘটনার খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও অ্যান্টি টেরর স্কোয়াড (ATS)। তারা এসে ঘটনাস্থল ঘিরে ফেলে। এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। তবে জানা যাচ্ছে এখনও এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় কোনও এফআইআর রুজু করা হয়নি। তবে এত বিস্ফোরক একসঙ্গে রাখার পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বলে খবর।
আরও খবর : ব্রিটেনের সঙ্গে ঐতিহাসিক চুক্তি, একধাক্কায় কমবে স্কচ হুইস্কির দাম!
এই বিষয়ে বেঙ্গালুরু পশ্চিমের ডেপুটি পুলিশ কমিশনার (DCP) এস গিরিশ জানান, “কালাসিপাল্য BMTC বাস স্ট্যান্ডের ভিতরে থাকা একটি শৌচাগারের বাইরে থেকে একটি ক্যারি ব্যাগে রাখা ৬টি জেলেটিন স্টিক ও কিছু ডিটোনেটর উদ্ধার হয়েছে। এখনও FIR রুজু হয়নি।”
অন্যদিকে, এক বড়সড় সাফল্য পেয়েছে গুজরাট ATS। গ্রেফতার করা হয়েছে আল-কায়েদা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত চারজন সন্দেহভাজনকে। বেশ কিছু সময় ধরে তাদের সোশ্যাল মিডিয়া কথোপকথনের উপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। এর পরেই গ্রফতার করা হয় তাদেরকে। এই দুই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে।
দেখুন অন্য খবর :