ওয়েব ডেস্ক: চাইলেই সন্তানের জন্ম-মৃত্যুর শংসাপত্রে ইচ্ছেমত সংশোধন নয়। এই বিষয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকা প্রকাশ করে জানানও হয়েছে, চাইলেই জন্ম-মৃত্যুর শংসাপত্রে নাম পরিবর্তন করা যাবে না। রেজিস্ট্রারের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে গণ্য করা হবে। জন্ম-মৃত্যুর শংসাপত্রে নামের বানানে বা অন্য কোনও পরিবর্তন করতে হলে জমা দিতে হবে প্রয়োজনীয় নথি। এরপর তাঁর সম্মতিক্রমে নাম পরিবর্তন করা যাবে।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, জন্ম মৃত্যুর শংসাপত্রে শুধু টাইপিং মিসটেক থাকলেই তা সংশোধন করা যাবে। নামের বানান ভুল, জন্ম মাস তারিখের ভুল বানান কিংবা জন্মস্থানে ছোটখাট ভুল থাকলে তা সংশোধন করা যাবে। অন্য কোনও পরিবর্তন করা যাবে না, এমনটাই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, যদি কোনও দম্পতির সন্তান হওয়ার পর ডির্ভোসও হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে শিশুর বার্থ সার্টিফিকেট থেকে কোনওভাবেই বাবার নাম বাদ দেওয়া যাবে না। যদি মা ফের বিয়ে করেন তবুও বাবা হিসেবে নতুন কোনও নাম সংযোজন করা যাবে না। জন্মের শংসাপত্রে বাবা হিসেবে একবার যার নাম রেজিস্টার্ড হয়ে যাবে তা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না।
আরও পড়ুন: বৃষ্টিতে আতঙ্কে মাটির বাড়ি, নবান্নে রিপোর্ট বর্ধমানের জেলাশাসকের
রেজিস্ট্রেশন অফ ডেথ অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী, জন্ম মৃত্যুর শংসাপত্রে যা কোনওভাবেই পরিবর্তন করা যাবে না। যদি কোনও ব্যক্তি নিজের জন্মের তারিখ অথবা জন্মস্থান পরিবর্তন করতে চান কোনওভাবেই যেন তাঁর আবেদন গ্রহণ করা না হয়। যে কোনও পরিবর্তনের জন্য আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। পদবি পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এফিডেভিট করতে হবে। লাগবে স্কুল অ্যাডমিশন সার্টিফিকেটও।
দেখুন খবর: