skip to content
Friday, July 5, 2024

skip to content
HomeScrollএলাকায় কুমিরের আতঙ্ক, ঘাটগুলিতে নিরাপত্তা দিল পুরসভা

এলাকায় কুমিরের আতঙ্ক, ঘাটগুলিতে নিরাপত্তা দিল পুরসভা

Follow Us :

কালনা: শহরে লোকালয় ঘুরে বেড়াছে কুমির (Crocodile)। এলাকাবাসী যাতে অহেতুক আতঙ্কিত না হয়, সেই জন্য কালনা পুরসভার পক্ষ থেকে প্রচার অভিযান চালানো হয়েছে। কালনা শহর সংলগ্ন ভাগীরথী নদীর তীরে বসবাসকারী, স্নানের ঘাট গুলিতে কালনা পুরসভার তরফ থেকে প্রচার করা হচ্ছে। যাতে মানুষ স্নান করতে নেমে বেশি দূরে না যায় এবং আগামিদিনে প্রত্যেকটি ঘাটে নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এছাড়াও কালনার ফেরিঘাটে মাইক নিয়ে জোর প্রচার করলেন কালনার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। আগামী শনিবার মহালয়া।  মহালয়া পুণ্য লগ্নে পিতৃপুরুষদের জলদান করতে কালনায় ভাগীরথী নদীর তীরবর্তী ঘাট গুলিতে তর্পণের জন্য হাজার হাজার লোকের সমাগম হয়। কুমির না আসতে পারে, তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। জল বোমা এবং নেট দিয়ে ঘেরার ব্যবস্থা করবে কালনা পুরসভা।

কালনার (Kalna) ১০ নম্বর ওয়ার্ডের পাল পাড়ায় ঘুরে বেরাচ্ছে কুমির। এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। পালপাড়ার এক বাসিন্দা দেখেন, রাস্তায় হামাগুড়ি দিচ্ছে কুমির। তিনি জানান, অনেক রাত তখন। বাইরে কুকুরগুলো ডেকেই চলেছে। জানলা খুলে উঁকি দিতেই দেখি হামাগুড়ি দিয়ে কুমিরটা আসছে। আমি তখনও ভাবতে পারিনি কুমির। দরজা খুলে এগিয়েও যাই। এরপর সামনে থেকে দেখে তো চোখ কপালে উঠল।

আরও পড়ুন: শর্ট সার্কিটের জেরে মিটারে আগুন, হাসপাতালে ভর্তি ৬ ছাত্রী

আরও এক বাসিন্দার কথায়, রাত ১টা নাগাদ আমরা ঘুমিয়ে। তখন পাশের বাড়ি থেকে চিৎকার। পাড়ায় কুমির এসেছে বলে। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। রাতেই পুলিশ আসে। মনে হয় গঙ্গার জলও বেড়েছে। তাই হয়ত চলে এসেছে। আমরা তো খুবই ভয় পাচ্ছি। কারণ, কুমির ডাঙায় ঘুরে বেড়াচ্ছে এরকম তো কখনও দেখিনি বা শুনিনি।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular