কলকাতা: আগামী সোমবার বিধাননগরে (Biddhanagar Police) চাকরিপ্রার্থীদের ডাকা আন্দোলনকে ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মিছিলে পাথর, পেট্রল বোমা ও বিস্ফোরক নিয়ে হামলার পরিকল্পনা হয়েছে। আগামী সোমবার বিধাননগরে চাকরিপ্রার্থীদের ডাকা আন্দোলনকে ঘিরে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মিছিলে পাথর, পেট্রল বোমা ও বিস্ফোরক নিয়ে হামলার পরিকল্পনা হয়েছে।
আরও পড়ুন: ভিনরাজ্যে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক
রবিবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি অনিশ সরকার বলেন, “আমরা কিছু কথোপকথন হাতে পেয়েছি। সেখানে পুলিশের ওপর আক্রমণ চালানোর এবং পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর চক্রান্তের ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলন শান্তিপূর্ণ রাখার জন্য অংশগ্রহণকারীদের সতর্কও করা হয়েছে।
দেখুন আরও খবর: