ওয়েব ডেস্ক : রাজনৈতিক লড়াইয়ের জায়গা হল নির্বাচন। আদালতকে এজন্য ব্যবহার করা ঠিক নয়। তামিলনাড়ু (Tamil Nadu) সরকারের প্রকল্পে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নাম ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা খারিজ করে মন্তব্য সুপ্রিম কোর্টের (Supreme Court)। এই মামলায় মামলাকারীকে ১০ লক্ষ টাকার জরিমানা করেছে আদালত।
সরকারি কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জনগণকে সচেতন করতে ‘আপনার স্ট্যালিন’ নামাঙ্কিত প্রকল্প সম্পর্কিত মামলায় মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court) অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই রায়ের বিরুদ্ধে দ্রাবিড় মুণেত্রা কাজাঘম(DMK) এবং তামিলনাড়ু সরকারের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করা হয়। কারণ, সরকারি কল্যাণমূলক প্রকল্পে জীবিত ব্যক্তিত্ব, প্রাক্তন মুখ্যমন্ত্রী বা দলীয় নেতা বা রাজনৈতিক দলের নাম ব্যবহারে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছিল।
আরও খবর : সামরিক শক্তি বাড়াচ্ছে ভারত, হতে চলেছে ৬৭,০০০ কোটির চুক্তি!
সরকারি ওই প্রকল্পের বিরুদ্ধে এআইএডিএমকে (AIADMK) সংসদ সদস্য সিভি সম্মুগমের মামলা নিয়ে সমালোচনা করে শীর্ষ আদালত। আদালতের প্রশ্ন, সারা দেশেই এই ব্যবস্থা যেখানে চালু রয়েছে, সেখানে শুধুমাত্র তামিলনাড়ু সরকারের প্রকল্প সম্পর্কে এমন আপত্তি কেন? শুধুমাত্র একটি দল এবং একজন রাজনৈতিক নেতাকে লক্ষ্যবস্তু করার কারণ কি? রাজনৈতিক তহবিলের অপব্যবহার সম্পর্কে মামলাকারী যদি এতই উদ্বিগ্ন, তাহলে এমন সমস্ত প্রকল্পের বিরুদ্ধেই তিনি মামলা করতে পারতেন। তাই মামলাকারীর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থাকছেই।
নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানানোর তিন দিনের মধ্যেই মামলাকারীর আবেদন পেশ হয় হাইকোর্টে। আদালতের পর্যবেক্ষণ, এটা শুধুমাত্র আইনের অপব্যবহার নয়, আইনি ব্যবস্থারও অপব্যবহার। শীর্ষ আদালতের তরফে ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, বারংবার বলা হয়েছে, রাজনৈতিক লড়াই আপনারা ভোটের ময়দানে করুন, আদালতকে ব্যবহার করবেন না। এর পরেই হাইকোর্টে বিচারাধীন এই মামলা বাতিল করে মামলাকারীকে দশ লক্ষ টাকার জরিমানা করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এক সপ্তাহের মধ্যে ওই অর্থ তামিলনাড়ু সরকারের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অর্থ সমাজের প্রান্তিক মানুষের কল্যাণে ব্যবহার করতে সরকারকে নির্দেশও দিয়েছে আদালত।
দেখুন অন্য খবর :