কলকাতা: ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে আর্থিক প্রতারণায় গ্রেফতার এক যুবক। শ্যামপুকুরের বাসিন্দা অভিজিৎ সাহা গ্রেফতার উত্তরবঙ্গের মালবাজার এলাকা থেকে। অভিযুক্তের নামে ভবানীপুর, আমহার্স্ট স্ট্রিট সহ রাজ্য পুলিশের অন্তর্গত বেশ কয়েকটি থানায় একাধিক অভিযোগ আছে।
ভুয়ো পরিচয়ে ফের আর্থিক প্রতারণার অভিযোগ। জানা গিয়েছে, ব্যাঙ্কের ম্যানেজারের পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে শ্যামপুকুরের বাসিন্দা অভিজিৎ সাহার বিরুদ্ধে। উত্তরবঙ্গের মালবাজার থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে একধিক থানায় অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ ।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় চাইল্ড পর্ণোগ্রাফি শেয়ারের অভিযোগে গ্রেফতার যুবক
ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে কখনও নাম এন্ট্রি করানও , কখনও লোন পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে। এরপরই বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়েছিল তার নামে। অবশেষে কলকাতা পুলিশ সক্ষম হয় অভিযুক্তকে গ্রেফতার করতে। উত্তরবঙ্গের মালবাজার থেকে গ্রেফতার করা হয় তাকে।
দেখুন খবর: