ওয়েব ডেস্ক: রানাঘাট এক নম্বর ব্লকের (Ranaghat Block 1) জয়েন বিডিও-র নাম করে ফোন করে চাকরির প্রলোভন দেখিয়ে হাজার হাজার টাকার প্রতারণা। প্রতারণার শিকার BLO কর্মীরা। ফের নতুন করে প্রতারণার শিকার BLO কর্মীরা। ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়েছেন একাধিক BLO কর্মীরা। রানাঘাট এক নম্বর ব্লকের যতজন BLO কর্মী রয়েছে তাদের প্রত্যেককে ফোন করে স্টেট ব্যাংক এ চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘাটালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, রয়েছে একাগুচ্ছ কর্মসূচি
ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয়েছে। বর্তমানে চিন্তিত BLO কর্মীরা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম ব্রাঞ্চ। যদিও এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া দিয়েছেন রানাঘাট এক নাম্বার ব্লকের জয়েন ভিডিও সুব্রত পাল। তিনি জানান, এই ঘটনার বিষয়টি তিনি জানতে পারেন তবে অভিযোগ হয়েছে ঘটনার তদন্তে প্রশাসন।
জয়েন বিডিও সুব্রত পাল আরও জানান, রানাঘাট এক নম্বর ব্লক জুড়ে এই প্রতারণার জাল ছড়িয়ে রয়েছে বলেই তিনি মনে করছেন। এখন তদন্তের পর এই প্রশ্ন হবে এই প্রতারণার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে।
দেখুন আরও খবর: