কলকাতা: ১ বছর অতিক্রান্ত হল আরজিকরের নারকীয় ঘটনার। ফের রাজপথ উত্তাল হল এই ঘটনার প্রতিবাদে। দিনভর পার্ক স্ট্রিট , হাওড়া ময়দানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসা চরম জায়গায় পৌঁছলে লাঠিচার্জ করে পুলিশ, অভিযোগ ওঠে এমনই। অভয়ার মা ও বাবাকেও মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি অভয়ার মা। অন্যদিকে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের এক কর্মীও। পাশাপাশি পুলিশ সূত্রে জানা য়ায়, বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া এবং কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ না মানার অভিযোগ উঠেছে।
সকাল থেকেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় শহরজুড়ে। পার্ক স্ট্রিট ছাড়াও, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে বিক্ষোভ হয়। প্রতি জায়গাতেই পুলিশি ব্যারিকেড টপকে প্রতিবাদীরা নবান্ন পৌঁছনোর চেষ্টা করে, তবে সফল হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত নবান্ন অভিযান সংক্রান্ত ৬টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে নির্দিষ্টভাবে অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।
আরও পড়ুন: নবান্ন অভিযানে লাগাতার বাধা দিয়েছে পুলিশ, দাবি নির্যাতিতার মায়ের
শনিবার ‘নবান্ন অভিযান’ অরাজনৈতিক মিছিলের ডাক দিয়েছিলেন অভয়ার মা-বাবা। তবে সেই মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল থেকে অনেক বিজেপি বিধায়করা। যদিও, শুভেন্দু ছাড়া দলের অন্যান্য নেতাদের সেভাবে দেখা মেলেনি। তবে এদিন শুভেন্দু অধিকারীর মিছিল পার্ক স্ট্রিটে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। প্রথমে মিছিল ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনকারীদের। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। প্রতিবাদে পার্কস্ট্রিটেই রাস্তায় বসে পড়েন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা।
দেখুন খবর