লখনউ: সাতসকালেই অগ্নিকাণ্ড। বারাণসীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে পার্কিং এলাকাতে হঠাৎই আগুন লেগে যায়। পুড়ে ছাই প্রায় ২০০টি বাইক। বাইকগুলি মূলত রেলওয়ে কর্মীদের বলে জানা গেছে। কোনও হতা হতের খবর পাওয়া যায়নি। বাইকগুলি পার্কিং এলাকাতে সাড়ি দিয়ে দাঁড় করানো ছিল। শনিবার সকালে বড়সড় দুর্ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
একটি ভিডিয়োতে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে পার্কিং এলাকাটি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকল ও বিশাল পুলিশ বাহিনী। অপর একটি ভিডিয়োতে দেখা গেছে, বিশাল দমকল বাহিনী হোস পাইপ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনছে। ঘন ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে যায় প্রায় ১২টি দমকলের ইঞ্জিন। ছিল জিআরপি, আরপিএফ, স্থানীয় থানা। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় দুঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: নয়া বিধায়কদের শপথ গ্রহণ সোমবার, থাকবেন মুখ্যমন্ত্রী?
জিআরপি’র সিও কুনওয়ার বাহাদুর সিং জানিয়েছেন, বেশ কয়েকটি সাইকেল পুড়ে গিয়েছে। তবে বেশিরভাগ পুড়ে গিয়েছে রেলকর্মীদের রাখা বাইকের। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন অন্য খবর: