কলকাতা: এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) আগুন। জানা গিয়েছে, সেখানকার জরুরি বিভাগের (Emergency) ডিসপ্লে বোর্ডে আগুন। মূলত, শট সার্কিট (Short Circuit) থেকেই আগুন (Fire Breakout at SSKM) লেগেছে বলে অনুমান পুলিশের। আগুন লাগায় হাসপাতালে তৈরি হয়েছে আতঙ্ক। ঘটনায় আহতদের কোনও খবর নেই।
জানা গিয়েছে, বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালের সামনের প্রকাশ্য রাস্তায় একটি চলন্ত কালো স্কর্পিও গাড়িতে হঠাৎ আগুন লাগে। গাড়িটি হাওড়া থেকে টালিগঞ্জের দিকে যাওয়ার সময়ই ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। গাড়িটিতে তখন শুধুমাত্র চালক ছিলেন, আর কোনও যাত্রী ছিলেন না বলে পুলিশ জানায়।
আরও পড়ুন : উত্তরবঙ্গে দুর্যোগ, পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন
অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর না থাকলেও হাসপাতালের সামনের পরিবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গাড়িটি ফরেনসিক পরীক্ষা করার জন্য ভবানীপুর থানায় পাঠানো হয়েছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় হাসপাতালের সামনের স্বাভাবিক যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়
দেখুন আরও খবর: