ওয়েবডেস্ক- বারাণসীর (Varanasi) মন্দিরে আরতি (Arati) করার সময় ভয়ঙ্কর কাণ্ড। কোনও রকমে প্রাণ হাতে করে, বেঁচে ফিরলেন ভক্তরা। আরতি করার সময় আগুন ধরে যায়, ভয়ে আতঙ্কে ধাক্কাধাক্কি থেকে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনে ঝলসে গেছে সাতজনের শরীর। তার পরেই আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়িতে পদপিষ্টের অবস্থা (Stampede-Like Situation) তৈরি হয়। বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে (Atma Vishweshwar Mahadev Temple) ‘আরতি’ চলাকালীন এই ভয়াবহ ঘটনা ঘটে রবিবার। মন্দিরে ৯ অগাস্ট শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ‘আরতি’ চলছিল। হঠাৎ করে আগুন লাগে। এর পরেই ভয়, আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অগ্নিদগ্ধদের মধ্যে দুটি থেকে তিনজন শিশু রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকলে বিপদমুক্ত, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।
VIDEO | Varanasi: Fire during aarti at Atma Veereshwar Temple injures seven devotees. Visuals from the spot. More details awaited.
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/BgKSAZ5nZS
— Press Trust of India (@PTI_News) August 9, 2025
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, রবিবার ৮টা নাগাদ সপ্তর্ষি আরতি (Saptarishi Aarti) চলছিল। মন্দির প্রাঙ্গণের অভ্যন্তরে সাজসজ্জার জন্য ব্যবহৃত তুলোতে হঠাৎ আগুন ধরে যায়। নিমেষের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, সেই সময় প্রায় ৩০ জনের মতো ভক্ত সহ মন্দিরের পুরোহিত উপস্থিত ছিলেন। আগুন দাউদাউ করে জ্বলে উঠতেই ভক্তরা ছোটাছুটি শুরু করে দেয়। মন্দির থেকে বের হতে গিয়ে ধাক্কাধাক্কিতে অনেকেই অগ্নিদগ্ধ হন।
আরও পড়ুন- দিল্লির রেস্তোরাঁয় পোশাক বিভ্রাটে হস্তক্ষেপ রেখা গুপ্তার, তদন্তের নির্দেশ
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি বছরই শ্রাবণ মাসের পূর্ণিমায় বারাণসীর আত্মা বিশ্বেশ্বর মহাদেব মন্দিরে আরতি হয়। খুব সুন্দর করে মন্দির প্রাঙ্গণ সাজানো হয়। এই বছর, অমরনাথ মন্দিরের প্রতীক হিসেবে মন্দিরটি তু্লো দিয়ে সাজানো হয়েছিল। আরতি চলাকালীন সেই তুলোগুলি দপ করে জ্বলে ওঠে, চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। সেই সময় মন্দিরের ভিতরে প্রায় ৩০ জন ভক্ত ছিল।
মন্দির থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হয়। মন্দির থেকে আগুনের শিখা বের হতেই আশেপাশের এলাকার বাসিন্দারা সাহায্যের জন্য ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার জন্য বিভাগীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চক থানার পুলিশ, ও দমকল বাহিনী। পুলিশ জানিয়েছে, স্থানীয়রাই জল ঢেলে আগুন নেভাতে এগিয়ে আসে। রাত ৯:৪০ নাগাদ, বিভাগীয় হাসপাতালে দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু হয়। আহত ভক্তরা বর্তমানে বারাণসীর কবির চৌরাহা বিভাগীয় হাসপাতালে চিকিৎসাধীন।
দেখুন আরও খবর-