ওয়েব ডেস্ক: একের পর এক ট্রেন দুর্ঘটনার পর এবার ট্রেনে অগ্নিকাণ্ডের (Train Fire) ঘটনা। তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুরের কাছে একটি তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে,ওই মালগাড়িতে ৪৫টি তেলের ট্যাঙ্কার নিয়ে চেন্নাই থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। যদিও বড় ক্ষয়ক্ষতির আগেই তা নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তামিলনাড়ুর তিরুভাল্লুর স্টেশনের কাছে একটি মালগাড়ির তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালগাড়ির শেষের দিকে আচমকাই আগুন লাগে । জানা গিয়েছে, ওই মালগাড়িটি ডিজেলের ট্যাঙ্কার বহন করছিল। ফলে অল্প সময়েই আগুন ভয়াবহ আকার নেয়। নিমেষে সেই আগুন ছড়াতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। আগুনের লেলিহান শিখায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। ট্রেনটিও লাইনচ্যুত হয়ে যায় । মালগাড়িটিতে ৪৫টি তেলের ট্যাঙ্কার থাকায় বিরাট ক্ষয়ক্ষতি এবং বিস্ফোরণের আশঙ্কা ছিল। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান আরপিএফ এবং দমকলের আধিকারিকরা। দীর্ঘক্ষণের চেষ্টায় কোনও বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে দীর্ঘক্ষণ মালগাড়িটি লাইনের উপর দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয় এদিন সকাল থেকেই। বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে বলে রেল সূত্রে খবর। অনেক ট্রেন সময়ের থেকে অনেক পিছিয়েও চলাচল করছে।
আরও পড়ুন: অধ্যাপকের হাতে যৌন হেনস্থা! বিচার না পেয়ে কলেজ ক্যাম্পাসেই গায়ে আগুন ছাত্রীর
#WATCH | Tamil Nadu: Freight train catches fire near Tiruvallur. Efforts to douse the fire underway. https://t.co/urSEbK1eHf pic.twitter.com/3fv3JnMWLg
— ANI (@ANI) July 13, 2025
কীভাবে তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়িতে আগুন লাগল? তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এর নেপথ্যে কোনও অন্য ঘটনা রয়েছে কি না ! না কি এটি নিছকই দুর্ঘটনা! তা খতিয়ে দেখছে পুলিশ। আরপিএফের পাশাপাশি তামিলনাড়ু পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।
দেখুন আরও খবর: