Tuesday, August 5, 2025
HomeScrollউত্তর সিকিমে বন্যা পরিস্থিতি! জারি লাল সতর্কতা
North Sikkim

উত্তর সিকিমে বন্যা পরিস্থিতি! জারি লাল সতর্কতা

সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ

Follow Us :

ওয়েব ডেস্ক: গতকাল শুক্রবার প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভেজে উত্তর সিকিম (North Sikkim)। বৃষ্টিতে ফুলেফেঁপে ওঠে তিস্তা নদী। যার জেরে ফের বন্যায় (Flood) ভাসল গোটা এলাকা। ভয়াবহ ধসের (Landslide)) মুখে পড়েছে উত্তর সিকিমের (North Sikkim) একাধিক এলাকা। এমন উদ্বেগের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। উত্তর সিকিমে যাতায়াতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি শনিবার থেকে জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের একাধিক এলাকায় ধস নেমেছে। যার ফলে যোগাযোগ ব্যাহত (Communication Lost) হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তায়। ধসের কবলে পরে টুং চেকপোস্টের কাছে রাস্তা বন্ধ হয়েছে। প্রবল বৃষ্টিতে নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝের এলাকা ধসরে কবলে পড়ে। দুর্ঘটনার মুখে পড়ে তেলবোঝাই একটি গাড়ি। লাগাতার বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের ফিদাং গ্রাম বন্যায় ভেসে গিয়েছে। জল বাড়ছে তিস্তার (Teesta River) নিম্নস্তরে।

আরও পড়ুন: বাংলার কতটা কাছে নিম্নচাপ? দেখুন লাইভ খবর

সিকিম সরকারের নির্দেশিকা অনুযায়ী, উত্তর সিকিমের মঙ্গন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Red Alert)। জরুরি পরিস্থিতি সামাল দিতে সব দফতরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিস্তা এলাকার বাসিন্দাদের সুবিধার্থে চালু রয়েছে হেল্পলাইন। সিকিম সরকারের তরফে সব দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁদের তিস্তা সংলগ্ন এলাকা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তিস্তা নদী জলচ্ছাসের কারণে ডিকচু, সিংথাম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিস্তার এই ভয়াবহ রূপের কারণে, গত বৃহস্পতিবারের দুর্ঘটনায় নিখোঁজ পর্যটকদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।

দেখুন অন্য খবর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39