কলকাতা: শহর ঢেকেছে সবুজ রঙের এক টিজার পোস্টারে (Teaser Poster)। লেখা #সবুজরবেবাংলা। যা নিয়ে বেড়েছে পথচলতিদের কৌতূহল। এবার সেই রহস্যের উপর থেকে যবনিকা উঠল। আসলে টালা প্রত্যয়ের (Tala Pratyay) ১০০ বছরের থিমের নাম রাখলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলার দুর্গাপুজোকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গিয়েছেন মমতা। মন্ডপে প্রতিমার চক্ষুদান থেকে পুজো উদ্বোধন সবক্ষেত্রেই দেখা গিয়েছে তাঁর সাবলীল উপস্থিতি। কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতি এনে দেওয়ার নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য। তবে এখানেই শেষ নয়।
আরও পড়ুন: আজ পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী একাধিক পুজোর জন্য লিখেছেন থিম সংগীতও। তবে এই প্রথম কোনও পুজোর থিমশিল্পের নামকরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টালার পুজোর ১০০ বছর পূর্তি। উত্তর কলকাতার এই নামজাদা পুজো সাজিয়ে তোলার দায়িত্বে প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতার। এবছর সেই পুজো শিল্পেরই নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। এবারের থিম ‘বীজ অঙ্গন’।
উল্লেখ্য, গত মার্চে দোল উৎসবে ‘বীজগণিত’ নাম নিয়ে আত্মপ্রকাশ ঘটেছিল শতবর্ষের টালা প্রত্যয়ের পুজোর। এবার থিমের নাম দিলেন মুখ্যমন্ত্রী। পুজোর থিমের নামকরণ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী ভবতোষ সুতার।
দেখুন আরও খবর: