ওয়েব ডেস্ক : পরিচারিকাকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না (Prajwal Revanna)। জনপ্রতিনিধিদের জন্য গঠিত বিশেষ আদলত এই রায় দিয়েছে। শনিবার এই মামলায় সাজা ঘোষণা করবে আদালত। জানা গিয়েছে, আদালতের রায়ের পরেই কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত।
অভিযোগ, প্রাক্তন জেডিএস (JDS) সাংসদের বিরুদ্ধে এক গৃহপরিচারিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল। এমনকি তার ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। ১৪ মাস আগে এ নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। এর পরেই ঘটনার তদন্ত শুরু করেছিল সিআইডি (CID)-র স্পেশাল টিম। তদন্ত চলাকালীন নির্যাতিতা একটি শাড়ি প্রমাণ হিসাবে জমা দিয়েছিলেন বলে সূত্রের খবর। এর পর ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি প্রমানিত হয়। আদালতে সেটিই মূল প্রমাণ হিসাবে দেওয়া হয়েছিল।
আরও খবর : ডিভোর্স মামলায় স্বামীকে ‘পুরুষত্বহীন’ বলতে পারেন স্ত্রী, জানাল হাইকোর্ট
এই ঘটনার তদন্তে একাধিক জনের সাক্ষ্য গ্রহণ করে তদন্তকারী দল। এর পরে ২,০০০ পাতার চার্জশিট জমা দেওয়া হয়। তার পরেই ২০২৪ সালের ৩১ থেকে এই মামলার শুনানি শুরু হয়েছিল। এই মামলায় গুরুত্বপূর্ণ তথ্য ছিল ফরেনসিক রিপোর্ট, ভিডিও ক্লিপ ও ঘটনাস্থল থেকে পাওয়া বিভিন্ন তথ্য।
এই মামলায় প্রজ্বল রেভান্না (Prajwal Revanna) ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দোষী সাব্যস্ত হন। তার বিরুদ্ধে IPC 376(2)(k) ও 376(2)(n) ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় ১০ বছর থেকে শুরু করে আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে IPC 354(A), 354(B), 354(C) ধারাগুলিও যুক্ত করা হয়েছে। এতে তিন বছর এবং IPC 506 ধারায় ছয় মাস এবং IPC 201 ধারায় এক থেকে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে। এদিকে ২০০৮ সালের তথ্য প্রযুক্তি আইনের 66 (E) ধারায় তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। শনিবার এই মামলার সাজা ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।
দেখুন অন্য খবর :