ওয়েব ডেস্ক : প্রয়াত কেরলের (kerala) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা ভি এস অচ্যুতানন্দন (V.S. Achuthanandan)। সোমবার শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত ২৩ জুন তিনি হৃদরোগে আক্রান্ত হন। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল তিরুবনন্তপুরমের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি। সোমবার মৃত্যু হয় তাঁর।
প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কেরলের (kerala) রাজনৈতিক মহলে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) ও সিপিএম রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন। সেখানে ইতিমধ্যে বিভিন্ন দলের নেতারা ভিড় করতে শুরু করেছেন বলে খবর।
আরও খবর : বাংলাদেশি সন্দেহে হরিয়ানায় আটক ২৫, মুখ্যমন্ত্রীকে আবেদন পরিবারের
২০২১ সালে শুরুতেই প্রশাসনিক সংস্কার কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন অচ্যুতানন্দন (V.S. Achuthanandan)। এর পর থেকে তিনি তিরুবনন্তপুরমের নিজের ছেলে ও মেয়ের বাড়িতে পালা করে থাকতেন। কেরলের (Kerala) রাজনীতিতে বেশ নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সাধারণ মানুষের স্বার্থে সবসময় সক্রিয় ছিলেন তিনি। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন বিরোধী দলনেতার দায়িত্বেও। ২০০৬ সালে তিনি সিপিএমের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট (এলডিএফ)-কে জয়ের পথে নেতৃত্ব দেন। ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি।
২০১১ সালে কেরলে (Kerala) নির্বাচনের সময় এলডিএফ-এর প্রচারের মুখ ছিলেন তিনি। দ্বিতীয়বার সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু উম্মেন চান্ডির নেতৃত্বাধীন ইউডিএফ জোট ১৪০ সদস্যের বিধানসভায় ৭২টি আসন জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ফলে দ্বিতীয়বার আর মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি। তবে অচ্যুতানন্দনের প্রয়াণে এক অধ্যায়ের অবসান ঘটল কেরলের রাজনীতিতে।
দেখুন অন্য খবর :