ওয়েবডেস্ক- আল কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত সন্ত্রাসী মডেলের সন্ধান গুজরাট পুলিশের (Gujrat Police)। চারজনকে গ্রেফতার করা হয়েছে। চার সন্ত্রাসীর নাম মোহাম্মদ রিজওয়ানের ছেলে মোহাম্মদ ফাইক, মোহাম্মদ রইসের ছেলে মোহাম্মদ ফারদিন; মোহাম্মদ রফিকের ছেলে সেফুল্লা কুরেশি; এবং আসিফ আলীর ছেলে জিশান আলী।
বুধবার গুজরাট সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) (Gujarat anti-terror squad) আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS) এর একটি সন্ত্রাসী মডিউলের সন্ত্রাসী গোষ্ঠীর ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সন্ত্রাসীদের মধ্যে একজনকে দিল্লি থেকে, একজনকে নয়ডা থেকে এবং অপর দুজনকে গুজরাটের আহমেদাবাদ এবং মোদাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের সকলেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। গুজরাট পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই নিজেদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য আদানপ্রদান করত। সেই তথ্য মুছে ফেলার জন্য তারা ব্যবহার করেছিল অটো ডিলিট অ্যাপ। ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গুজরাত ATS জানিয়েছে,তারা চ্যাট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তথ্য আদানপ্রদান করত। আল কায়েদা Makhtab al-Khidamat থেকে বেড়ে উঠেছে। এটি তৈরি করেছিল ওসামা বিন লাদেনের পরামর্শদাতা শেখ আবদুল্লা আজম।
আরও পড়ুন- রাজ্যসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা ২৯ জুলাই
আফগানিস্তানে সন্ত্রাসীদের অর্থ সাহায্যের জন্য একটি সংস্থা খোলেন তারা। এরাই আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নে জড়িত ছিল। ১৯৯১ সাল পর্যন্ত আল-কায়েদা আফগানিস্তান এবং পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ছিল।
গত বছর দিল্লির পুলিশ প্রায় একই রকম আল কায়দা মডিউলের সন্ধান পায়। উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং রাজস্থান তিনটি রাজ্য থেকে ১৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল। প্রাথমিকভাবে, পুলিশ রাজস্থানের ভিওয়াড়ি থেকে হাসান আনসারি, এনামুল আনসারি, আলতাফ আনসারি, আরশাদ খান, উমর ফারুক এবং শাহবাজ আনসারি নামে ছয় সন্ত্রাসীকে গ্রেফতার করেছিল। আরও তদন্তের পর, পুলিশ ঝাড়খণ্ডের রাঁচি থেকে আরও পাঁচ সন্ত্রাসী ডঃ ইশতিয়াক আহমেদ, মতিউর, রিজওয়ান, মুফতি রহমতুল্লাহ এবং ফয়জানকে গ্রেফতার করেছে। আর বাকি তিনজনকে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার করা হয়।
দেখুন আরও খবর-