ওয়েব ডেস্ক: সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৫ লক্ষ টাকার। কিন্তু সর্বহারা পরিবারদের হাতে তুলে দেওয়া হল মাত্র ৫ হাজারের চেক! এই অভিযোগের ভিত্তিতেই সরগরম দুর্যোগ কবলিত উত্তরকাশী (Uttarkashi families protest over ‘relief’ cheques)।
জানা গিয়েছে, অনুদান প্রত্যাখান করে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁদের বক্তব্য, এই অনুদান যথেষ্ট নয়। উত্তরকাশীর জেলা শাসক প্রশান্ত আর্য জানিয়েছেন, প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে যথাযথ অনুদান দেওয়া হবে।
আরও পড়ুন: হিমাচলে আরও দুর্যোগের পূর্বাভাস, জারি কমলা ও হলুদ সতর্কতা
গত সপ্তাহের মঙ্গলবার দুপুররে আচমকা উত্তরকাশীর ক্ষীরগঙ্গার ধারালি গ্রামে হড়পা বান নামে। ভয়ঙ্কর সেই প্রাকৃতিক বিপর্যয়ের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখা গিয়েছে, জলের তোড়ে ভেসে যাচ্ছে বাড়ি, দোকান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, হড়পা বানে ভেসে গিয়েছে ২০-২৫টি হোটেল এবং হোমস্টেও। এদিন মেঘভাঙা বৃষ্টির জলে উপচে পড়ে ক্ষীরগঙ্গা নদী। জলের তোড়ে ভেসে যায় দুই পাড়। তাতেই ৫০ জন নিখোঁজ হয়েছে। মৃতের সংখ্যা ৫। খবর পেয়ে ঘটনাস্থলেউদ্ধারকাজ শুরু করে রাজ্য এবং জতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ঘটনায় যাঁদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে তাঁদের ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। পাশাপাশি, নিহতদের পরিবারকেও একই পরিমাণ আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি। কিন্তু রাজ্য সরকার সেই প্রতিশ্রুতি পালন করছে না। ৫ লক্ষ বলে দেওয়া হচ্ছে মাত্র ৫ হাজার টাকা। এই ইস্যুতেই এবার পথে নেমেছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।
দেখুন আরও খবর: