Sunday, August 3, 2025
HomeScroll'মোহনা'র প্রয়াণে শোকাতুর গাহবাসী, বিশেষ নমাজের আয়োজন
Manmohan Singh

‘মোহনা’র প্রয়াণে শোকাতুর গাহবাসী, বিশেষ নমাজের আয়োজন

মন ভালো নেই গাহবাসীর

Follow Us :

কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের প্রয়াণে (Manmohan Singh Demise) শোকাতুর পাকিস্তানের চকওয়াল জেলার গাহ গ্রাম (Gah Village Pakistan )। এই গ্রামেরই বাসিন্দা ছিলেন মনমোহন সিংয়ের পূর্বপুরুষরা। এখানকার স্কুলে পড়াশোনা করেছিলেন তিনি। গ্রামের বাসিন্দাদের কাছে তাঁর পরিচয় ছিল – ‘মোহনা’। তাঁর প্রয়াণে মন ভালো নেই গাহবাসীর। মনমোহনের প্রয়াণে মসজিদে বিশেষ নমাজের আয়োজন হল সেখানে।

মনমোহন সিংয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই গাহ গ্রামের মসজিদে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। তাতে অংশ নেন গ্রামের বাসিন্দারা। এখানকার বাসিন্দারা জানান, বাসিন্দারা জানালেন মনমোহনের প্রয়াণ শুধু ভারতের কাছে নয়, তাঁদের কাছেও এক অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন: “মনমোহন সিংকে অপমান করেছে কেন্দ্র…”, বিস্ফোরক রাহুল গান্ধী

বাসিন্দারা জানান, এই গ্রামে পড়াশোনার জন্য ভালো কোনও স্কুল ছিল না মনমোহনের উদ্যোগে এই গ্রামে স্কুল তৈরি করা হয়। গ্রামের প্রয়োজনে মনমোহন সিংয়ের সৌজন্যে হাসপাতাল তৈরি হয়। এমনকী তাঁর উদ্যোগে গ্রামে বিদ্যুতের সমস্যাও মেটে। গ্রামে সৌরবিদ্যুৎ আনার বিষয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39