নয়াদিল্লি: গুজরাতে আগামী পাঁচ বছরে দুলক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আদানি গোষ্ঠী। বুধবার গুজরাতে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। গৌতম আদানি (Gautam Adani) এদিন বলেছেন যে তার কোম্পানি গুজরাতে (Gujarat) ২০২৫ সাল পর্যন্ত ৫৫,০০০ কোটি এবং আগামী পাঁচ বছরে ২ লক্ষ কোটির বেশি বিনিয়োগ (Invest) করবে। গান্ধীনগরে ভাইব্র্যান্ট গুজরাত সামিটে তিনি এই ঘোষণা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা।
গৌতম আদানি বলেন, প্রধানমন্ত্রী আপনি শুধু ভারতের ভবিষ্যৎ নিয়েই ভাবেন না। বরং দেশকে গঠন করেন৷ আপনার নেতৃত্বে ভারত ২০৪৭ সালের মধ্যে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার পথে৷ আপনি সফলভাবে ভারতকে একটি বড় শক্তি হিসাবে বিশ্ব মানচিত্রে তুলে ধরেছেন৷ গত দশকের পরিসংখ্যান উল্লেখযোগ্য। ২০১৪ সাল থেকে ভারতের জিডিপি ১৮৫% বৃদ্ধি পেয়েছে এবং মাথাপিছু আয় ১৬৫% বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: যাদবপুরের জন্য ৫ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ রাজ্য সরকারের
আদানি কচ্ছের খাভদায় বিশ্বের বৃহত্তম শক্তি পার্ক নির্মাণের ঘোষণাও করেন। যা ৭২৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং মহাকাশ থেকে দৃশ্যমান। এর মধ্যে রয়েছে সৌর প্যানেল, বায়ু টারবাইন, হাইড্রোজেন ইলেক্ট্রোলাইজার, সবুজ অ্যামোনিয়া, পিভিসি, এবং তামা ও সিমেন্ট উৎপাদন। তিনি বলেছেন আদানি গোষ্ঠীর বিশাল বিনিয়োগ রাজ্যে ১ লক্ষেরও বেশি চাকরি তৈরি করবে।
আরও খবর দেখুন