ওয়েবডেস্ক- ফের গুগল ম্যাপ বিভ্রাট (Google Maps Error), খাদে গিয়ে পড়ল অডি (Audi) গাড়ি, অল্পের জন্য প্রাণরক্ষা চালকের সিটে বসে থাকা মহিলার। নভি মুম্বইয়ের (Navi Mumbai) বেলাপুরের (Belapur) ঘটনা। পুলিশ সূত্রে খবর, অডি গাড়িতে চালকের সিটে ছিলেন এক মহিলা। উলওয়ের দিকে যাচ্ছিলেন গুগল ম্যাপের নির্দেশিকা দেখে। সেতুতে ওঠার পরিবর্তে ম্যাপের নির্দেশ মেনে গাড়ি সেতুতে না উঠে খাদে পড়ে যায়। শুক্রবার রাত ১ টা নাগাদ এই ঘটনা ঘটে। প্রযুক্তির নির্ভরশীলতা মাঝেমধ্যেই ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সহকারি পুলিশ আধিকারিক বেলাপুর,নারায়ণ পালামপালে জানান, রাত ১ টা নাগাদ আমাদের কাছে এক মহিলার ফোন কল আসে। তিনি জানান, বেলাপুরের কাছে খাদে গাড়ি নিয়ে পড়ে গেছেন তিনি। অডি গাড়ির মধ্যে থেকেই ফোন করেছিলেন ওই মহিলা। তড়িঘড়ি আমাদের টিম ও স্থানীয় পুলিশ ঘটনাস্থল যায়। সামুদ্রিক নিরাপত্তা দলের একটি নৌকা ব্যবহার করে ওই মহিলাকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন- সোনপ্রয়াগে ভূমিধস, ফের থমকে কেদারনাথ যাত্রা, উদ্ধার ১০০ তীর্থযাত্রী
এর আগেও উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছিল ২০২৪ সালে। যাত্রী সমেত গাড়ি শুকনো নালায় পড়ে যায়। এখানেও ভিলেন ছিল সেই গুগল ম্যাপ। গ্রামবাসীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে। গাড়িতে ছিলেন তিনযাত্রী। সামান্য আঘাত লাগে তাদে শরীরে। তবে গুগল ম্যাপ দেখে চলতে গিয়ে বিপদের ঘটনা নতুন নয়। এর আগেই ম্যাপ বিভ্রাটে মৃত্যু পর্যন্ত হয়েছে উত্তরপ্রদেশে। মৃত্যু হয়েছিল তিনজনের।
দেখুন আরও খবর-