Saturday, August 30, 2025
HomeScrollমুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট তলব

মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ে রাজ্যপালের রিপোর্ট তলব

কলকাতা: মুর্শিদাবাদে (Murshidabad) ওয়াকফ (WAQF) অশান্তি নিয়ে রিপোর্ট দিল রাজ্যপাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট। তাতে লেখা হয়েছে, মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত। স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ।’ রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ করেছে রাজ্যপাল।

আরও পড়ুন: দিলীপ বিতর্কে নজর দলের, জনগণের টাকায় কেন মন্দির? প্রশ্ন শমীকের

জানিয়েছেন, প্রশাসনিক ব্যর্থতার ক্ষেত্রে তদন্তের প্রয়োজন। পাকাপাকি ভাবে মুর্শিদাবাদ ও মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানোর দাবি। শুধু তাই নয়। যদি পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ করেছেন রাজ্যপাল।

বলেছেন, ‘বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ।এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র’। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় BSF পোস্টের সুপারিশ রাজ্যপালের।

দেখুন আরও খবর:

Read More

Latest News