ওয়েব ডেস্ক : পাকিস্তানে (Pakistan) সশস্ত্র ডাকাতদের হামলা। ঘটনায় প্রাণ হারালেন পাঁচ পুলিশ (Police) কর্মী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সেইখানি চেকপোস্টে। সূত্রের খবর, ডাকাতরা গ্রেনেড ও রকেট লঞ্চার দিয়ে এই হামলা চালায়। প্রশ্ন উঠছে ডাকাতদের হাতে এমন অস্ত্র এল কোথা থেকে।
পাকিস্তানের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে এই হামলা চালানো হয়। ৪০ জন ডাকাত এই হামলা চালায় বলে খবর। ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব (Punjab) পুলিশের ৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্য়ে প্রথম তিনজন অফিসার ছিলেন বাহাওয়ালনগরের। আর বাকি দুজন ছিলেন রহিম ইয়ার খান এলাকার। ঘটনার পর পুলিশের পাল্টা গুলিতে এক ডাকাত নিহত হয় বলে খবর।
আরও খবর : ভয়ঙ্কর রেল দুর্ঘটনা! লাইন থেকে ছিটকে গেল এক্সপ্রেস ট্রেনের ৫ বগি
জানা গিয়েছে, ঘটনার পরেই পুলিশের তরফে এলাকায় প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। অভিযুক্ত ডাকাতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গত বছরের আগস্ট মাসেও এই ধরণের হামলার ঘটনা ঘটেছিল পাঞ্জাব (Punjab) প্রদেশের সেইখানি চেকপোস্ট এলাকায়। তাতে মৃত্যু হয়েছিল ১১ জন পুলিশ কর্মীর।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিন্ধু নদীর উভয় তীর জুড়ে ডেরা গাজি খান, রাজনপুর এবং রহিম ইয়ার খান অঞ্চলে একাধিক গ্যাং এবং সশস্ত্র গোষ্ঠী অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি এবং খুন চালিয়ে আসছে। গত দুই দশক ধরে এমন ঘটনা সেখানে হয়ে আসছে বলে খবর।
দেখুন অন্য খবর :