ওয়েব ডেস্ক: দেশে বাড়তে থাকা ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest Fraud) প্রতারণায় এবার মোটা অঙ্কের টাকা খোয়ালেন গুজরাটের এক মহিলা চিকিৎসক (Gujrat Female Doctor)। প্রতারণে চক্রে পা দিয়ে মোট ১৯ কোটি টাকা হারালেন ওই মহিলা। ঘটনা গুজরাটের গান্ধীনগর (Gujrat Gandhinagar) এলাকায়। তাঁকে ফাঁদে ফেলতে পুলিশ ও আইনজীবীর ছদ্মবেশ ধারণ করে ওই প্রতারকরা। তারপরেই তাঁর থেকে কোটি কোটি টাকা আদায় করে প্রতারকরা। ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা। ফোনে নিজেদের পুলিশের আধিকারিক ও আইনজীবী বলে পরিচয় দিয়েছিল ওই প্রতারকরা। এরপরই তাঁদের মোবাইলে ওই মহিলার বেশকিছু আপত্তিকর ছবি ও ভিডিও আছে বলে ভয় দেখাতে শুরু করে প্রতারকরা। ওই মহিলাকে বলা হয় যে ওই তাঁদের মোবাইলে যা কিছু আছে তা ওই মহিলার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা প্রমাণ দেয়। এমনকি ওই মহিলাকে গ্রেফতারির হুমকিও দেয় ওই প্রতারক।
আরও পড়ুন: ডিজিপি নিয়োগে রাজ্যের একচ্ছত্র ক্ষমতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে
বেশ কয়েকদিন ধরে এই ঘটনা চলে। এরপর ওই প্রতারকদের চাপে পড়ে দফায় দফায় ৩৫টি অ্যাকাউন্টে ১৯ কোটি টাকা পাঠায় ওই মহিলা। এরপর ক্রমাগত হুমকির মুখ থেকে রেহাই পেয়ে মানসিকভাবে ভেঙে পড়া ওই মহিলা সিআইডির সাইবার সেলে তাঁর অভিযোগ জানান। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে তদন্তকারী অফিসাররা। অন্যান্য প্রতারকদের খোঁজে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী অফিসাররা।
দেখুন অন্য খবর