ওয়েব ডেস্ক: ফের রহস্যমৃত্যু। দিল্লির করোলবাগের (Delhi Karol Bagh) একটি বাড়ি থেকে উদ্ধার বাংলার দম্পতির ঝুলন্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সম্ভবত আর্থিক অনটনের কারণে আত্মহত্যার (Suicide) পথ বেছে নিয়েছেন তাঁরা। যদিও তাঁদের ঘর থেকে কোনও সুইসাইড নোট (Suicide Note) মেলেনি।
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি গত ৪ মাস ধরে করোলবাগের রাগেরপুরা এলাকার ৪৮৪১ নম্বর বাড়িতে ভাড়া ছিলেন। মৃতদের নাম দেবু ভৌমিক ও মল্লিকা ভৌমিক। তাঁরা পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাসপুরের বাসিন্দা। তাঁদের ৭ বছরের এক কন্যসন্তানও রয়েছে। সে দাসপুরেই থাকে। ওই ব্যাক্তি করোলবাগের (Karol Bagh) একটি সোনার দোকানে কর্মরত ছিলেন। তবে ছুটির দিন রবিবার সে দোকানে কাজে না আসায় সহ কর্মীরা তাঁদের ভারা বাড়িতে পৌঁছন। তবে অনেক ডেকেও তাঁদের সাড়া মেলেনি। তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দরজা ভেঙে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তারপরেই দেহগুলি ময়নাতদন্তে পাঠায় পুলিশ।
আরও পড়ুন: দুর্নীতি ও বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান
দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে ক্রাইম টিম এবং এফএসএল টিম পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। তাঁদের দেহে বাইরের কোনও আঘাতের চিহ্ন মেলেনি। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদের আত্মীয় এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ।
দেখুন অন্য খবর