নয়া দিল্লি: ঘড়ির কাঁটায় নতুন বছর। পুরোনো বছরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে নতুন বছরের দিকে। নতুন উৎসাহ নিয়ে ফের শুরু হবে নতুন বছর। বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরকে বরণ করার জন্য নানান পথ বেছে নেওয়া হয়। এটা অনেকেই মনে করেন বিশ্বের মধ্যে নিউজিল্যান্ডে সবার আগে নতুন বছর হয়ে থাকে।
তবে আসল তথ্য বলছে অন্য কথা। রিপাবলিক অফ কিরিবাটির ছোটো একটি দ্বীপ রয়েছে। নাম তার হল ক্রিসমাস আইল্যান্ড। আর সেখানেই নাকি সবার আগে হয় নতুন বছর। এর কিছু সময় পর নতুন বছরকে বারণ করা হয় নিউজিল্যান্ডে।
আরও পড়ুন: নির্যাতিতার তথ্য পুলিশের ওয়েবসাইটে! ক্ষতিপূরণের নির্দেশ আদালতের
নিউজিল্যান্ডের অকল্যান্ড এবং ওয়েলিংটন শহরে এরপর বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। আর তাদের পর বছরকে বরণ করে নেয় ফিজি দ্বীপের বাসিন্দারা। তবে মোটেও পিছিয়ে থাকে না অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং ক্যানবেরা। তারাও এরপর একে একে নতুন বছরকে বরণ করে থাকেন। আলোর উৎসবের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়।
এরপর নতুন বছরকে বরণ করে নেন জাপান, দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। তারাও তখন নতুন বছরের সঙ্গে তাল মেলান নিজেদের সঙ্গে। আর এরপর নতুন বছরকে বরণ করে নেয় চায়না, ফিলিপিন্স এবং সিঙ্গাপুরের বাসিন্দারা।এরপর নতুন বছরকে বরণ করে নেয় ভারত। এখানে ঘড়ির কাঁটা রাত বারোটা স্পর্শ করলেই শুরু হয়ে যায় নতুন বছরের আনন্দ। ভারতের পাশাপাশি বর্ষবরণের আনন্দ ছড়িয়ে পড়ে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার এবং কোকোস দ্বীপে।
দেখুন আরও খবর: