কলকাতা: সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত হাই স্কুল এবং হাই মাদ্রাসার হাজারো প্রধান শিক্ষক-শিক্ষিকা ন্যায্য দাবির স্বার্থে পথে নামতে চলেছেন। অ্যাডভান্স সোসাইটি ফর হেড মাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস (ASFHM)-এর ডাকে মঙ্গলবার ‘বিকাশ ভবন চলো অভিযান’ (Bikash Bhawan Chalo) কর্মসূচি করতে চলেছেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, এদিন সল্টলেক করুণাময়ী বাসস্ট্যান্ডের সামনে অবস্থান, ধরনা ও বিক্ষোভের পর পদযাত্রা করে বিকাশ ভবনের দিকে রওনা দেবেন অংশগ্রহণকারীরা। পরে শিক্ষামন্ত্রী-সহ উচ্চপদস্থ আধিকারিকদের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: ‘শুধু বিরোধী শাসিত রাজ্য এসআইআর কেন?’ নির্বাচন কমিশনকে তুলোধনা অভিষেকের
প্রধান শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলনের মূল দাবিগুলি কর্মক্ষেত্রে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা, শূন্য পদে অবিলম্বে স্বচ্ছ নিয়োগ, শিক্ষা-বহির্ভূত কাজ থেকে অব্যাহতি, বকেয়া বেতন সমস্যার সমাধান, এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (DA) প্রদান, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়ভার শিক্ষা দফতরকে বহন করতে হবে, পর্ষদ ও সংসদে নিয়মিত নির্বাচন, বিদ্যালয় পরিচালন সমিতিতে শিক্ষানুরাগীদের নিয়োগ, অন্য দফতরের কাজ বিদ্যালয়ের মাধ্যমে করানোর প্রথা বন্ধ, ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশনে বানান ভুলের জন্য হাজার টাকা জরিমানা দেওয়ার খামখেয়ালিপনা বন্ধ করা। এই সমস্ত দাবি নিয়ে মঙ্গলবার বিকাশ ভবন চলো অভিযান কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
দেখুন খবর