Sunday, July 27, 2025
HomeScrollতামিলনাড়ু সহ ৫ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
Tamil Nadu Orange Alert

তামিলনাড়ু সহ ৫ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, বঙ্গে  প্রভাব কতখানি

Follow Us :

তামিলনাড়ু: বঙ্গোপসাগরের (Bay of Bengal) উপকূলের ফের নতুন করে ঘনীভূত হয়েছে নিম্নচাপ (low-pressure)। সেটি ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর-উত্তর পশ্চিম দিক ধরে অগ্রসর হচ্ছে। আগামী দুদিনের মধ্যেই তামিলনাড়ুতে প্রবেশ করবে। এর জেরে প্রবল বৃষ্টি (Heavy Rain Fall)  শুরু হবে রাজ্য।

কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে মৌসম বিভাগ (Regional Meteorological Centre) । ১৬ ডিসেম্বরেই নিম্নচাপটি ঘনীভূত হয়েছে। তামিলনাড়ুর সহ চেন্নাই (Chennai), ত্রিরুভেল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টুতে ভারী বৃষ্টি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। পুদুচেরিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস।

দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে আজ যে নিম্নচাপটি তৈরি হয়েছে তা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি উচ্চ বায়ু ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে। সম্পর্কিত ঘূর্ণিঝড় সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্জার জোড়া ফলায় ১৭ ডিসেম্বর আজ চেন্নাই, কাঞ্চেপুরম, তিরুভারুর এবং নাগাপট্টিনাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: বাতিল হবে পাঁচ টাকার মোটা কয়েন?

নিম্নচাপটি পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে একটি সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে। চেন্নাই, চেঙ্গলপাট্টু, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কুদ্দালোর এবং ভিলুপুরম জেলার জন্য একটি কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি রানিপেট, তিরুভান্নামালাই, কাল্লাকুরিচি, ভেলোর, আরিয়ালুর এবং মায়িলাদুথুরাই-এর মতো জেলাগুলিতে ১৮ ডিসেম্বর ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তিরুনেলভেলি, টেনকাসি এবং থুথুকুডি জেলায় ত্রাণ কাজে প্রশাসনকে সহায়তা করার জন্য প্রতিটি এনডিআরএফ দল পাঠানো হয়েছে। এছাড়াও তিরুনেলভেলি জেলার রাধাপুরম এলাকায় NDRF টিম মোতায়েন করা হয়েছে।

অপরদিকে দক্ষিণবঙ্গের উপরে নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব পড়বে না। মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি সম্ভাবনা নেই।  শুক্রবার দক্ষিণবঙ্গের ন’টি জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে একটি বা দুটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

দেখুন অন্য খবর:

 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39