ওয়েব ডেস্ক: ভারী বৃষ্টির কারণে ফের সাময়িকভাবে বন্ধ অমরনাথ যাত্রা। জম্মু ও কাশ্মীরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, বুধবার পহেলগাম ও বালতাল বেস ক্যাম্প এই দুইপথ থেকেই স্থগিত রাখা হয়েছে যাত্রা।
বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের তথ্য ও জনসংযোগ দফতর তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছে। তারা জানিয়েছে, “শ্রী অমরনাথজী যাত্রা ৩০.০৭.২০২৫ তারিখে পহেলগাম ও বালতাল উভয় বেস ক্যাম্প থেকেই স্থগিত করা হয়েছে।” ডিভিশনাল কমিশনার বিজয় কুমার বিধুরি জানিয়েছেন, বুধবার ভোর থেকে টানা ভারী বৃষ্টির কারণে বালতাল ও নুনওয়ান-চন্দনওয়ারি বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের যাত্রার অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন: কীভাবে জনপ্রিয় পহেলগাম নিরাপত্তাহীন থাকল? মোদি-শাহকে প্রশ্ন প্রিয়াঙ্কার
এখনও পর্যন্ত ৩.৯৩ লক্ষের বেশি তীর্থযাত্রী অমরনাথে পুজো দিয়েছেন। বৃহস্পতিবার ভগবতী নগর বেস ক্যাম্প থেকেও যাত্রা স্থগিত থাকবে। তথ্য ও জনসংযোগ দফতর জানিয়েছে, “ভারী বৃষ্টিপাতের কারণে বেস ক্যাম্পগুলি থেকে তীর্থযাত্রীদের যাত্রায় প্রভাব পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বৃহস্পতিবার ৩১ তারিখেও জম্মুর ভগবতী নগর থেকে বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্পের উদ্দেশ্যে কোনও কনভয় চলাচল করবে না।”
দেখুন অন্য খবর