ওয়েবডেস্ক- বর্ষা (Monsoon) এবার তার ব্যাটিং দেখাতে শুরু করে দিয়েছে। বুধবার সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) শুরু হয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সমস্ত জেলায়। বৃষ্টি মুখর দিন দিয়েই শুরু হয়েছে তিলোত্তমা (Kolkata Rainy Day) সকাল। আজ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।
উত্তর বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (Gangetic West Bengal) উপর অবস্থানরত ঘূর্ণাবর্ত। সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু অক্ষরেখা। যার জেরে রাজ্যে প্রবেশ করছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প।
দক্ষিণবঙ্গে আজ বুধবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব ও-পশ্চিম বর্ধমান, বীরভূ্ম, মুর্শিদাবাদ, নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে, সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু এক জায়গায়। বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। তবে শুক্রবার ১ আগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে ৩১ জুলাই পর্যন্ত হওয়া বৃষ্টিপাতের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- কলকাতায় মেঘলা আকাশ, ঝড়বৃষ্টির সম্ভাবনা! জারি হলুদ সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, ৪ অগাস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে বলে পূর্বাভাস জারি থাকবে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে, নদিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে।
উত্তরবঙ্গে (North Bengal Weather) আজ বুধবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।
আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায়। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলায়। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৪ অগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে।
দেখুন আরও খবর-