কলকাতা: বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি। কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম ও মঙ্গলবার চড়া রোদের পর আবহাওয়ার বিরাট পরিবর্তনের কথা জানিয়েছিল হাওয়া অফিস। তবে বুধবার সকাল থেকেও শহর কলকাতা সহ আশেপাশের জেলাগুলোতে তীব্র রোদের দেখা মিলেছে।
হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার জেরে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বাড়বে ঝড়বৃষ্টির পরিমাণ। কোনও কোনও জেলায় হতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি। উত্তরেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তাল থাকবে সমুদ্র। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়েও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন : আগামীকাল থেকে বিরাট পরিবর্তন আবহাওয়ায়! ফের শুরু বৃষ্টি?
শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। সেখানে জারি হলুদ সতর্কতা। দক্ষিণের বাকি জেলাতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় সতর্কতা জারি করার পরিস্থিতি তৈরি না হলেও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামী শুক্রবার থেকে সেখানে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। আগামী রবিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি উত্তরেও।
দেখুন খবর: