ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টির (Heavy Rain) জেরে বন্ধ হিমাচলের (Himachal Pradesh) ৪০০ টিরও বেশি রাস্তা। শুক্রবার থেকে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। মান্ডিতে কুল্লু-মানালি যাওয়ার জাতীয় সড়কে বন্ধ ১৭৪টি রাস্তা। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC)-এর রিপোর্ট অনুযায়ী, চম্বা জেলায় ১০০ টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে। বেয়াস নদী এবং তার উপনদীগুলি প্লাবিত হওয়ায় হামিরপুর জেলার সুজানপুর টিরা এলাকার কাছে নদীর উপর একটি সেতুর অংশে ফাটল দেখা দিয়েছে।
বন্যার তোড়ে ভেঙে গিয়েছে মালানা-২ জলবিদ্যুৎ প্রকল্পের কফারড্যাম। বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি পঞ্জাব সীমান্তবর্তী নিম্ন পার্বত্য জেলা উনাতে। ওই জেলায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পরিমাণ ২৬০.৮ মিলিমিটার। একটানা বৃষ্টিতে জলমগ্ন রাস্তাঘাট ও বাজার এলাকা। অতি ভারী বৃষ্টির কারণে উনা জেলায় সমস্ত স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। জলমগ্ন চণ্ডীগড়-ধর্মশালা জাতীয় সড়কও।
আরও পড়ুন: মোদির ‘বদনাম’ না-পসন্দ! নিজের দলনেতাকেই নিশানা শশী থারুরের
উপমুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহোত্রী জানিয়েছেন, রাজ্য সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। বন্যা কবলিত এলাকাগুলিতে বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসনকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ও দুর্যোগ-কবলিত এলাকা পরিদর্শন করতে পৌঁছন রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা।
দেখুন অন্য খবর