তেল আভিভ : ক্রমশ বেড়ে চলেছে লেবাননের শক্তি। আচমকা ইসলামিক সংগঠনটির শক্তি বৃদ্ধি দেখে হতবাক গোটা দুনিয়া। তেমনই শত্রু পক্ষ ইজরায়েলও দিশেহারা। উত্তর ইজরায়েল ছাড়াও দেশটির একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে চলেছে হিজবুল্লা।
দিনকয়েক আগে ইজরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে লেবাননের সশস্ত্রবাহিনী। লেবাননে টাইডেট ক্ষেপণাস্ত্রের সফল ব্যবহার দেখেছে ইজরায়েল। সূত্রের খবর, এবার হিজবুল্লার হাতে রয়েছে উচ্চ প্রযুক্তির রকেট। যা দিয়ে ইজরায়েলের শুক্রবারের সকালের আকাশ অন্ধকার করল হিজবুল্লা।
আরও পড়ুন : পাকিস্তানের রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ! মৃত ২১, আহত ৫০-র বেশি
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকাল থেকে আইফা, আলনাসিরা ও পার্শ্ববর্তি অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লা। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক নৌ-ঘাঁটিতে হামলা চালিয়েছে এই গোষ্ঠী। রাত ১২টা থেকে চলছিল আক্রমণ।
শুরুর দিকে সৈন্য মৃত্যুর খবর প্রকাশ্যে না আনলেও, বর্তমানে একের পর এক হিজবুল্লার হামলায় ইজরায়েলের অবস্থা যে সঙ্গিন, এ নিয়ে দ্বিমত নেই।
দেখুন আরও খবর :