ওয়েব ডেস্ক : জাতীয় সড়কে ঘটল চাঞ্চল্যকর দুর্ঘটনা। একটি গাড়ি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে প্রায় ৪০ ফুট টেনেহিঁচড়ে নিয়ে গেল। সূত্রের খবর, ওই সাইকেল আরোহীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত গুরুতর।
আরও খবর : “যমরাজ অপেক্ষা করছে,” এনকাউন্টার নিয়ে বিরাট মন্তব্য যোগীর
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা মারে। ঘটনার পর পথচারীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ইতিমধ্যে গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করছে এবং চালককে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনা জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
দেখুন অন্য খবর :







