ওয়েব ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে (Rajasthan)। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। ঘটনায় মৃত্যু (Death) হল মোট ১০ জনের। মৃতদের মধ্যে ৭টি শিশু রয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদেরকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে খবর।
সূত্রের খবর, বুধবার ভোরে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেইসময় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। সেটি গিয়ে ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা একটি ট্রাকে। এই সংঘর্ষের (Accident) জেরে প্রাণ হারান ১০ জন। এই সংঘর্ষ এতো জোরদার ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন মহিলা ও ৭ শিশুর।
আরও খবর : পাঁচ বছর বন্ধ থাকার পর শুরু হবে ভারত-চীন সরাসরি বিমান পরিষেবা
ঘটনার পরেই স্থানীয়রা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। এর পর খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার পরে আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এর পরে বেশিরভাগ আহতদের জয়পুরে রেফার করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃতরা উত্তরপ্রদেশের (Uttarpradesh) এটাওয়ার বাসিন্দা। মূলত, দৌসায় সম্প্রতি একটি গাড়ি-ট্রেলারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছিলেন। সেই ঘটনার মাত্র তিন দিন পর এই দুর্ঘটনাটি ঘটল।
এই দুর্ঘটনা নিয়ে দৌসার পুলিশ সুপার সাগর রানা বলেন, খাটু শ্য়াম মন্দির দর্শন করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক পিকআপ ভ্যান। ঘটনায় প্রাণ হারান ১০ জন। আহত হন ৭-৮ জন। তাদেরকে জয়পুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
দেখুন অন্য খবর :