নিউটাউন: মঙ্গলবার দুপুরে নিউটাউন সাহা মার্কেটের একটি গেস্ট হাউজে এক মহিলার দেহ উদ্ধার হয়। ঘটনার পর ইকোপার্ক থানা ও নিউটাউন থানার পুলিশ (Newtown and Ecopark Police Station) ঘটনাস্থলে পৌঁছে তাঁর স্বামীর মোবাইল নম্বর ট্র্যাক করে নিউটাউন এলাকা (Newtown) থেকে তাকে আটক করে। এবার একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের কারণে গৃহবধূকে খুন করার কথা স্বীকার করল অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ মন্ডল।
পুলিশ সূত্রে খবর, পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত বিশ্বজিৎ মন্ডল জানিয়েছে, অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি স্ত্রী ইতিকার মোবাইলে দেখতে পায় সে। এরপর তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে একাধিকবার ঝামেলা হয়।
আরও পড়ুন: ভাঙড়ে নিহত তৃণমূল নেতার স্ত্রী খালিজা বিবিকে নিজের কোটায় চাকরি দিলেন মুখ্যমন্ত্রী
সূত্রের খবর, সোমবার দুপুরে নিউটাউনে একটি গেস্ট হাউসে (Newtown Guest House) ওঠার পর এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা উঠলে স্ত্রী জানায় তাঁর প্রচুর টাকার প্রয়োজন। প্রতি মাসে তাঁকে ১০ হাজার করে টাকা দিতে হবে। নাহলে তাঁর যা ইচ্ছে তাই করবে। এরপরই তাঁর স্বামী বেল্ট গলায় জড়িয়ে স্ত্রীকে বারবার বলে শুধরে যাও নাহলে মেরে ফেলব। স্ত্রী বলে তোমার যা ইচ্ছা তাই করো। এরপরই স্ত্রী ইতিকাকে বেল্ট দিয়ে ফাঁস দিয়ে মেরে দেয় স্বামী বিশ্বজিৎ। এরপরই পুলিশে খবর দেয় বিশ্বজিৎ। সে তার নিজের মোবাইলে ভিডিও করে।
ঘটনার খবর পেয়ে নিউটাউন গৌরাঙ্গ নগর সাহা মার্কেটের গেস্ট হাউসে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ (Newtown Police Station)। গেস্ট হাউসের তিনতলার ঘর থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে পুলিশ। ধৃতকে বুধবার বারাসাত আদালতে (Barasat Court) তোলা হবে। তাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
দেখুন অন্য খবর