মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙায় উদ্ধার ৫৫০ গ্রাম বিস্ফোরক। অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সেভেন এম এম পিস্তল সহ ১৫ রাউন্ড গুলি। হাসিবুর রহমান নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে বেলডাঙা থানার জানোকি নগর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এত পরিমাণ বিস্ফোরক এবং গুলি-বন্দুক কী ভাবে তার কাছে এল এবং কী উদ্দেশ্যেই বা সে সংগ্রহ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ (Beldanga Police Station)।
বেলডাঙ্গা এসডিপিও উত্তম গড়াই জানান, নির্মাণ কাজের ঠিকাদার হিসেবে ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিল বেলডাঙ্গার হাসিবুর রহমান। গত ৬ মাস আগে বাড়ি ফেরে সে। কিন্তু নিজের কাছে কেন ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ করে রেখেছিল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল, জমা জলে ঘুরে বেড়াচ্ছে সাপ
অভিযুক্তের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ সোমবার তাকে বহরমপুর আদালতে তোলা হবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙা জুড়ে।
দেখুন অন্য খবর