কলকাতা: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঘাটাল । দিনকয়েক জলে ভেসেছে গোটা এলাকা। নদীর জল কিছুটা কমলেও এখনও দুর্ভোগ কমেনি ঘটালবাসীর। কবে সম্পূর্ণ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ, তা নিয়ে বরাবরই চর্চা কম নয়। স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের বৃষ্টিতে প্রশ্নের মুখে পড়েছেন তারকা সাংসদ দেব। মঙ্গলবার তাঁকে ‘ভালো ছেলে’ বললেও খোঁচা দিতে ছাড়েননি একসময়ের দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবার তাঁরই পাল্টা উত্তর দিলেন দেব। তিনি বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।”
মঙ্গলবার মেদিনীপুরে চা চক্রে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ উঠতেই দিলীপ ঘোষ দেবকে উদ্দেশ্য করে বলেন, “উনি ভালো ছেলে। কিন্তু নিষ্কর্মা ভালো ছেলে হয়ে লাভ কী? উনি প্রতিবার ভোটের সময় কথা দেন, ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কেন বারবার ঘাটালবাসীকে ধোঁকা দিচ্ছেন? কার চাপে দেব এখনও রাজনীতি করছে? এবার ইস্তফা দেওয়া উচিত। ও তো এবার দাঁড়াতেও চায়নি। জোর করে নেতৃত্ব ওকে প্রার্থী করেছে। দেব যদি বলে যে রাজনীতি করবে না, তাহলে তো অন্য চাপ। তৃণমূলের তরফে ওকে হুমকি দেওয়া হয়, সিনেমা বন্ধ করে দেবে, প্রোডাকশনে বাধা দেবে। আমি বলছি, দম থাকে তো বেরিয়ে এসো।”
আরও পড়ুন: সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণের জেলায় দুর্যোগ কবে থেকে?
এবার এই কথারই পাল্টা জবাব দিলেন অভিনেতা দেব। তিনি বলেন, “আমি তো ঘাটালের প্রথম সাংসদ নই। আমার থেকে বড় বড় নেতারা সাংসদ ছিলেন। এই প্ল্যানটা এত সহজ নয়। তাহলে কবেই হয়ে যেত”। এরপরই নাম না করে দিলীপকে সপাটে জবাব দিলেন দেব। বললেন, “আমি কাদা ছোড়াছুড়ি করি না। পছন্দও করি না। আমি জানি আমার দায়িত্ব কী। যারা ভোট দিয়েছেন তাঁরাও জানেন দেব কী করে, সেটাই আমার কাছে যথেষ্ট।” পাশাপাশি দেব বললেন, “আমি জানি যতদিন না কাজ শেষ হবে আমাকেই গাল খেতে হবে।”
স্কটল্যান্ড থেকে সোজা সেদিন একুশে জুলাইয়ের মঞ্চে এসেছিলেন অভিনেতা। তবে দেবকে সেভাবে মঞ্চে দেখতে না পাওয়ায় অনেকের মনেই বিঁধেছিল নানা প্রশ্ন। তৃণমূলের শহিদ দিবসের ঠিক পরদিন মঙ্গলবারই দেবকে খোঁচা দেন বিডেপি নেতা দিসলীপ ঘোষ। তার সপাটে জবাবও দিয়ে দিলেন অভিনেতা
দেখুন খবর