ওয়েব ডেস্ক : ‘আমি বেঁচে থাকতে বাংলায় এনআরসি (NRC) করতে দেব না’, সোমবার বীরভূমের বোলপুরের (Bolpur) ভাষা আন্দোলনের অনুষ্ঠান থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার মাটি থেকে ভাষা ও ঠিকানা কেড়ে নিতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। এর পর কমিশনের উদ্দেশে মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোটার তালিকা থেকে বাংলায় কারোর নাম বাদ গেলে তাহলে দামামা বাজবে। শঙ্খ বাজবে, কাঁসর ঘন্টা বাজাব।
তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার এবং কমিশন এনআরসি (NRC) খেলায় নেমেছে। মানুষের ঠিকানা কাড়ার চেষ্টা চলছে। এর পরেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেছেন, ২০২৯ সালেই বিজেপি (BJP) সরকারের পতন হবে। গুজরাটে কর্মরত বাঙালি শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, সে রাজ্যের মানুষ আপনাদের চায় না। তাদেরকে বাংলায় চলে আসার কথা জানান তিনি। এমনকি বাংলায় ফিরলে তাদেরকে কাজ দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী।
আরও খবর : বীরভূমে তৃণমূল কর্মী খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর
মমতা (Mamata) আরও বলেছেন, বাংলাতে প্রায় দেড় কোটি হিন্দিভাষী শ্রমিক রয়েছেন, কিন্তু তাদেরকে বাংলা ছাড়তে কখনও বলা হয়নি। তিনি বলেছেন, আমরা বিভাজনের রাজনীতি করি না। কিন্তু, কেউ বাঙালিদের ঠিকানা কেড়ে নিতে আসলে আমরা জবাব দেব।
প্রসঙ্গত, সামনেই হতে চলেছে বিহার নির্বাচন (Bihar Election)। তার আগে সেখানে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। যার জেরে ভোটার তালিকা থেকে অনেক মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিহারের পর ২০২৬ সালে রয়েছে বাংলায় বিধানসভা ভোট। তখনও বাংলাতেও ভোটার তালিকার নিবিড় সংশোধন করতে পারে কমিশন। আর এ নিয়ে কেন্দ্রীয় সরকার ও কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। পাশপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে ‘অত্যাচার’-এর শিকার হচ্ছেন বাঙালিরা তা নিয়েও আজ বোলপুরের ভাষা আন্দোলনের অনুষ্ঠান থেকে সুর চড়িয়েছেন মমতা(Mamata Banerjee)।
দেখুন অন্য খবর :