কলকাতা: যতদূর চোখ যাচ্ছে, শুধুই জনরণ্য। মেগা সমাবেশে একের পর এক বক্তব্য রাখছেন নেতা মন্ত্রীরা। বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “গত বছরের একুশে জুলাইকে ছাপিয়ে গিয়েছে এবছর”। দলের লাখো লাখো কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন ধর্মতলায়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে রাত থেকে একটু একটু করে জমায়েত করতে শুরু করেছেন দলের কর্মী, সমর্থকরা। আমজনতার ভিড়ও কম নয়। এমন হাইভোল্টেজ সভার জন্য ধর্মতলা চত্বর-সহ গোটা কলকাতাই নিরাপত্তা বলয়ে মোড়া। রাস্তায় রাস্তায় পুলিশি টহল। যানবাহনও নিয়ন্ত্রণ করা হচ্ছে সকাল থেকে।
ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধী লড়াইয়ের কোন সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা শুনতে আগ্রহী সকলে। একুশের মঞ্চে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। বিজেপি কে কার্যত তুলোধনা করেন তৃণমূল নেত্রী।
আরও পড়ুন: ধর্মতলায় শহীদ বেদীতে মাথা ছুঁইয়ে প্রণাম অভিষেকের
বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট। তার আগে ২১-এর শহিদ মঞ্চ হয়ে উঠল শাসকদলের ভোটবার্তার মঞ্চ। যে মঞ্চ থেকে আগামী নির্বাচনে রাজ্যের বিরোধী দল বিজেপির আসন সংখ্যা ৩০ এর নীচে নামানোর ডাক দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘‘২০২৬-এর বিধানসভা ভোটে বিজেপিকে ২৬-এ নামিয়ে আনব। আজকের সভা থেকেই এই শপথ হোক। কারণ বিজেপি বাংলা-বিরোধী শক্তি। ওরা বাংলাকে পিছিয়ে দিতে চায়।’
দেখুন অন্য খবর: