ওয়েব ডেস্ক : দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই (ICICI) অ্যাকাউন্টে গড় ব্যালেন্স রাখার ক্ষেত্রে বড় পরিবর্তন আনল। এখন থেকে গ্রাহকদের নিজেদের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স (Balance) রাখতে হবে ৫০০০০ টাকা। তা না হলে এবার থেকে গ্রাহকদের গুনতে হতে পারে জরিমানা। মেট্রো ও শহুরে অঞ্চলের নতুন সেভিংস অ্যাকাউন্টধারীরা যারা অগাস্টের ১ তারিখের পর অ্যাকাউন্ট খুলেছেন, তাদেরকে এই নূন্যতম ব্যালেন্স নিজেদের অ্যাকাউন্টে রাখতে হবে। তবে পুরনো গ্রাহকদের জন্য সেই নূন্যতম গড় ব্যালেন্স আগের মতো ১০,০০০ টাকা থাকবে।
আধা-শহুরে অঞ্চলে গ্রাহকদের নূন্যতম ব্যালেন্স নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা। অন্যদিকে গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের জন্য ব্যালেন্সের পরিমাণ থাকবে ১০,০০০ টাকা। পাশাপাশি গ্রামীণ ও আধা-শহুরে এলাকার পুরনো গ্রাহকদের জন্য এটি মাসে ৫,০০০ টাকাই থাকবে। তবে এই গড় ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে গ্রাহকদেরকে তাদের ঘাটতির ৬ শতাংশ বা ৫০০ টাকা, যেটি কম হবে, সেটি জরিমানা করা হবে।
আরও খবর : বিদায়ের পথে চিতা ও চেতক! আধুনিক কপ্টার কিনবে সেনা
আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, প্রতিমাসে তিনবার নগদ টাকা জমা দিতে পারবেন গ্রাহকরা। তার পর আরও নগদ জমা করতে হলে দিতে হবে ১৫০ টাকা করে। সর্বোচ্চ এক লক্ষ টাকা নগদ জমা দেওয়া যাবে বিনা খরচে। পাশপাশি তৃতীর পক্ষের সাহায্যে নগদ জমার ক্ষেত্রে সীমা ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার ০.২৫ শতাংশ কমিয়েছিল আইসিআইসিআই(ICICI) । পাশপাশি ৫০ লক্ষ টাকা পর্যন্ত জমা থাকা সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ২,৭৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ২০২০ সালেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করেছে। অন্যান্য ব্যাঙ্কে এই সীমা রয়েছে ২,০০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে।
দেখুন অন্য খবর :