ওয়েব ডেস্ক : ব্যাঙ্কে নূন্যতম ব্যালেন্স (Munimum Balance) রাখতে হবে ৫০,০০০ হাজার টাকা! সম্প্রতি এমনটাই ঘোষণা করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছিল জোর সমালোচনা। যার কারণে চাপে পড়ে নিজেদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হল দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক আইসিআইসিআই। কমানো হল অ্য়াকাউন্টে ন্যূনতম ব্য়ালেন্সের পরিমাণ।
মেট্রো ও শহুরে অঞ্চলের নতুন সেভিংস অ্যাকাউন্টধারীরা যারা অগাস্টের ১ তারিখের পর অ্যাকাউন্ট খুলেছেন, তাদেরকে নূন্যতম ৫০,০০০ টাকা ব্যালেন্স নিজেদের অ্যাকাউন্টে রাখতে হবে। তবে পুরনো গ্রাহকদের জন্য সেই ন্যূনতম গড় ব্যালেন্স আগের মতো ১০,০০০ টাকা থাকবে। সম্প্রতি এমনটাই জানানো হয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) তরফে। সঙ্গে জানানো হয়েছিল, আধা-শহুরে অঞ্চলে গ্রাহকদের নূন্যতম ব্যালেন্স রাখতে হবে ২৫,০০০ টাকা। অন্যদিকে গ্রামীণ অঞ্চলের গ্রাহকদের জন্য ব্যালেন্সের পরিমাণ থাকবে ১০,০০০ টাকা। পাশাপাশি গ্রামীণ ও আধা-শহুরে এলাকার পুরনো গ্রাহকদের জন্য এটি মাসে ৫,০০০ টাকাই থাকবে। তবে এই গড় ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হলে গ্রাহকদেরকে তাদের ঘাটতির ৬ শতাংশ বা ৫০০ টাকা, যেটি কম হবে, সেটি জরিমানা করা হবে।
আরও খবর : দিল্লি থেকে সারমেয় সরানো নিয়ে রায় স্থগিত সুপ্রিম কোর্টের
আর এ নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছিল। গ্রাহকদের আপত্তির জেরে সেই অঙ্ক কমিয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। আধা-শহুরে অঞ্চলে গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স কমিয়ে করা হয়েছে ৭,৫০০ টাকা। গ্রামীণ গ্রাহকদের জন্য এই পরিমাণ কমিয়ে করা হয়েছে ২,৫০০ টাকা।
প্রসঙ্গত, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) নিজেদের ব্যালেন্স নীতি ২০২০ সালেই বাতিল করেছিল। অন্যান্য বেশির ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমাণ ২,০০০ থেকে ১০,০০০-এর মধ্যেই রেখেছে। তার মধ্যে আইসিআইসিআই-এর ঘোষণা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। তবে অবশেষে গ্রাকদের আপত্তির জেরে এক প্রকার চাপে পড়েই নিজেদের সিদ্ধান্ত বদল করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক।
দেখুন অন্য খবর :