শান্তিপুর: শান্তিপুর (Shantipur) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের গাইনপাড়া স্ট্রিটে ঢালাই মসজিদের কাছে পিডব্লিউডির (PWD) জমি দখল করে বেআইনি নির্মাণের চেষ্টা রুখে দিল এলাকাবাসী (District News)।
স্থানীয়দের অভিযোগ, কালনাঘাট থেকে শান্তিপুরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি মসজিদের পাশ দিয়ে গেছে। ওই বাঁকটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা। রাস্তা সংকীর্ণ হওয়ায় এর আগে বহুবার দুর্ঘটনা ঘটেছে, এমনকী প্রাণহানির ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন: ব্ল্যাকমেল করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ! চাঞ্চল্য বারুইপুরে
এদিন সকালে এলাকাবাসী দেখতে পান, সেলিম গাইন নামে এক ব্যক্তি তাঁর নিজস্ব জমির সীমানা ছাড়িয়ে পিডব্লিউডির জমিতে প্রাচীর নির্মাণ শুরু করেছেন। খবর ছড়াতেই স্থানীয়রা একত্রিত হয়ে নির্মাণকাজ আটকে দেন। তাঁদের দাবি, সরকারি জায়গা দখল করে কোনও প্রাচীর তুলতে দেওয়া হবে না। রাস্তা প্রশস্ত করার জন্য ওই জায়গা খোলা রাখাই জরুরি।
যদিও প্রাথমিকভাবে বাকবিতণ্ডা সৃষ্টি হলেও পরে সেলিম গাইন জানান, তিনি বিষয়টি ভুল বুঝেছিলেন এবং ভবিষ্যতে পিডব্লিউডির জমি থেকে অন্তত এক ফুট ভিতরে সীমানা রেখে প্রাচীর তুলবেন।
স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ বলেন, “এলাকাবাসী আজ যেভাবে সচেতনভাবে সরকারি সম্পত্তি রক্ষা করেছে, তা প্রশংসনীয়। নিজের জমিতে প্রাচীর তোলার অধিকার সকলের আছে, কিন্তু সরকারি জমি কেউই দখল করতে পারে না।”
দেখুন আরও খবর: